খেলা

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তালিকায় স্থান বুমরার

Bumrah named in ICC Test Cricketer of the Year list

Truth Of Bengal: আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটের সেরাদের তালিকায় নাম ছিল না যশপ্রীত বুমরার। কিন্তু টেস্ট ক্রিকেটের সেরাদের যে সংক্ষিপ্ত তালিকা সোমবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা প্রকাশ করেছে তাতে জায়গা পেয়েছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা। বুমরার সঙ্গে এই তালিকায় রয়েছেন জো রুট, ট্রাভিস হেড এবং হ্যারি ব্রুক।

প্রসঙ্গত, এঁদের মধ্যে রুট এবং হেড এর আগে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেও সেরা নির্বাচিত হতে পারেননি। অন্য দিকে বুমরা এবং ব্রুক এবারই প্রথম স্যার গ্যারফিল্ড সোবার্সের নামাঙ্কিত আইসিসির এই বর্ষসেরা ক্রিকেটার সম্মানের লড়াইয়ে জায়গা পেলেন।

চলতি বছর ভারতীয় পেসার বুমরা মোট ১৩টি টেস্টে ৭১টি উইকেট ঝুলিতে পুড়ে বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন। অন্য দিকে ব্রুক ২০২৪ সালে টেস্টে একমাত্র ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে এই নজির গড়েছিলেন তিনি। ১২টি টেস্টে তাঁর মোট রান ১১০০।

অন্য দিকে ব্রুকের সতীর্থ জো রুট টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে মোট ৬টি শতরান। এই দুই ইংরেজ ব্যাটারই টেস্ট ক্রিকেটের জন্য বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন।

শুধু পুরুষদের নয়, মহিলাদেরও বর্ষসেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেই তালিকায় স্থান পেয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড, লরা ভলভার্ট, অ্যামেলিয়া কার এবং চামোরি আতাপাত্তু।

Related Articles