আদালতের রায়ে পোসকো মামলা থেকে স্বস্তি পেলেন ব্রিজভূষণ
Brijbhushan gets relief from POSCO case after court verdict

Truth Of Bengal: অবশেষে কিছুটা হলেও স্বস্তি পেলেন ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ড ব্রিজভূষণ সরণ সিং। সোমবার রাজধানীর পুলিশের পেশ করা রিপোর্টের ভিত্তিতে আদালত তাঁকে পসকো আইনের মামলা থেকে রেহাই দিল। সূত্রের খবর, দিল্লি পুলিশের পক্ষ থেকে যে রিপোর্ট পাতিয়ালা হাউস আদালত ব্রিজভূষণের এই মামলা বন্ধ করেছে।
ইতিমধ্যে ব্রিজভূষণের বিরুদ্ধে আদালতে পসকো আইন বাতিলের আর্জি জানিয়েছিল দিল্লি পুলিশ। তারপরই আদালত অভিযোগকারিনী নাবালিকা ও তাঁর বাবাকে নোটিশ পাঠিয়ে তাঁদের বক্তব্য জানতে চায়। এই আদেশ পেয়ে ওই নাবালিকা ও তাঁর বাবা আদালতে সশরীরে উপস্থিত হয়ে জানায় যে পুলিশের রিপোর্টে তাতে তাঁদের আপত্তি নেই। এরপই আদালত এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উল্লেখ্য, গত লোকসভা ভোটের সময়, ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। এবং রাজধানীর রাস্তায় ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন বজরং পুনিয়া থেকে শুরু করেছিলেন ভীনেশ ফোগতরা। কিন্তু এখন দেখার এই রায়ের বিরুদ্ধে ভীনেশ-বজরংরা উচ্চ আদালতের দ্বারস্থ হন কি না তা সময়ই বলবে।