খেলা

অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিরাটকে ভেবে দেখার অনুরোধ বোর্ডের

Board requests Virat to think before taking final decision on retirement

Truth Of Bengal: আইপিএল চলার মাঝেই টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। তার রেশ কাটতে না কাটতেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের পথে হাঁটতে চলেছেন বিরাটও। এমনই খবর সংবাদমাধ্যম সূত্রে। এই সূত্র মারফত আরও জানা গিয়েছে, বিরাট নাকি নিজের অবসরের কথা ইতিমধ্যেই জানিয়েছেন বোর্ড কর্তাদের। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই মুহূর্তে, এখনও সরকারিভাবে কিছু জানায়নি।

একটি বহুল প্রচলিত ইংরেজি সংবাদমাধ্যম সূ্ত্রে জানা গিয়েছে, যেহেতু আগামী মাসেই ভারতীয় দল ইংল্যান্ডে সফরে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে। এবং সেই সিরিজ ভারতের কাছে অত্যন্ত জরুরি, তাই বোর্ডের কর্তারা চাইছেন বিরাট যেন ওই সিরিজে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন। এবং সেই কারণেই তাঁরা চাইছেন কোহলি তাঁর অবসরের বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত আরও কিছুটা সময় নিয়ে চিন্তা-ভারনা করে তবেই যেন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানান, ‘আমরা মনে করি বিরাট এখনও টেস্ট খেলার জন্য ফিট রয়েছন। এর পাশাপাশি মাঠে যে ধরনের ক্ষুধার্তও থাকা দরকার সেটাও ধরে রেখেছেন বিরাট। এছাড়া ও দলের একজন সিনিয়র ক্রিকেটার। ড্রেসিংরুমে বিরাট উপস্থিত থাকা মানেই গোটা দলের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। জুনিয়র খেলোয়াড়রা ওকে দেখে উজ্জীবিত হন। বিরাটের মত ক্রিকেটার যে কোনও দলের সম্পদ। তাই আমাদের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করেছি, যাতে অবসরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অন্তত ভাল করে ভেবে দেখুক। তার জন্য সময়ও দিতে প্রস্তুত বোর্ড।’

তবে বিরাটের অবসরের বিষয়ে অন্য একটি সূত্র দাবি করেছে, যে বিরাট নাকি বোর্ডের কাছে রোহিতের অবসরের পর অধিনায়কত্বের দাবি জানিয়েছিলেন, কিন্তু বোর্ড সেই দাবি প্রত্যাখ্যান করায় নাকি তিনি অবসরের পথে হাঁটতে চলেছেন। কেননা বোর্ড কর্তারা মনে করেন এমন একজন ক্রিকেটারকে অধিনায়ক হিসাবে দায়িত্ব দিতে যিনি পরবর্তীতে দীর্ঘদিন ভারতীয় দলকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। এখন দেখা যাক বিরাটের এই বিষয় নিয়ে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।

Related Articles