পিছিয়ে গেল বোর্ডের সভা, ঝুলে থাকল ইংল্যান্ড সফর নিয়ে সিদ্ধান্ত
Board meeting postponed, decision on England tour postponed

Truth of Bengal: আইপিএল চলছে। তার মধ্যেই শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক গুরুত্বপূর্ণ বৈঠকের কথা ছিল গুয়াহাটিতে। সূত্রের খবর, ওই বৈঠকে বিরাট-রোহিতদের মতো সিনিয়র খেলোয়াড়দের চুক্তির বিষয়ে সিদ্ধান্তের পাশাপাশি আসন্ন ইংল্যান্ড সফরের জন্য বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি। এমনকি পরবর্তী বৈঠক কবে অনুষ্ঠিত হবে সেই তারিখ এখনও জানায়নি বিসিসিআই।
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, বোর্ডের নতুন সচিব দেবজিৎ সইকিয়ার শহরে এই বৈঠকে কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে আসন্ন মরসুমে ক্রিকেটারদের চুক্তির পাশাপাশি সম্ভাব্য টেস্ট অধিনায়ক চূড়ান্ত করার বিষয় আলোচনা হওয়ার কথা ছিল।
কারণ, রোহিত নাকি ইংল্যান্ড সফরে যেতে রাজি হচ্ছেন না। এর পাশাপাশি বিরাটকে দলে রাখার সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের বিশেষ সূত্র মারফত খবর, বরুণ চক্রবর্তী, শ্রেয়স আইয়ারদের নাকি কেন্দ্রীয় চুক্তিতে ঢোকা প্রায় নিশ্চিত।