
The Truth of Bengal: সেমিফাইনালে হোক ভারত পাকিস্তান ম্যাচ। দীর্ঘদিনের এই দাবি আর পূরণ হচ্ছে না সমর্থকদের । কারণ একরাশ হতাশা নিয়ে শেষ হয়েছে পাকিস্তানের এ যাত্রার বিশ্বকাপ।বারবার প্রশ্ন উঠছে বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে। বারবার সমালোচনার তিরে বিদ্ধ হয়েছেন তিনি । দলের অন্দরে কোন্দল । সমর্থকদের সমালোচনা । সব কিছু সহ্য করেছেন এই বিশ্বকাপে । হারের পর হার । পাকিস্তানের ব্যাটার হোক, বা বোলার হোক বা ফিল্ডার, নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি কোনও পাক তারকাই। তবে এখন একটাই প্রশ্ন এত সব সমালোচনা, এত বিতর্কের পরও বাবর আজম কি পাকিস্তানের অধিনায়ক পদে থাকবেন? নাকি তিনি সরে দাঁড়াবেন? নাকি তাকে সরিয়ে দেওয়া হবে ? যদিও এসবের মধ্যে বাবর মুখ খুলেছেন । জানিয়েছেন এবার কি করবেন । বললেন , তিনি এই পাকিস্তান দলকে নতুন করে গড়বেন। আর সেই কাজে নেতৃত্বটাও তিনিই দেবেন।
আরো বললেন , ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবেতেই ভুল করেছি। আমরা এই টুর্নামেন্টের ভালো দিকগুলো নেব। ভুল নিয়েও আলোচনা করব। আমি চেষ্টা করব, আমার সেরা অভিজ্ঞতা দিয়ে দলের পুনর্গঠনে নেতৃত্ব দেওয়ার।তবে তিনি নিজে অধিনায়কত্ব ছাড়বেন না। তবে তাঁকে অধিনায়ক পদে রাখা হবে কিনা, সেটা অবশ্য পাক দল পাকিস্তানে ফিরলেই ঠিক হবে। এর আগে বিশ্বকাপের মাঝেই শোনা গিয়েছে, শাহিন আফ্রিদি আর বাবর আজম নাকি ঝামেলায় জড়াচ্ছেন। আবার বাবরের সঙ্গে পিসিবি কর্তা জাকা আশরফের সম্পর্ক নিয়েও বহু লেখালেখি হয়েছে। এসবের মধ্যে জল্পনা শোনা যাচ্ছিল, বাবর হয়তো পাক অধিনায়কত্ব ছেড়ে দেবেন বিশ্বকাপ শেষ হলেই।
সেমিফাইনালে না উঠতে পারলে তো অধিনায়ক পদে তাঁর থাকার প্রশ্নই নেই।এমনিতে পাক ক্রিকেট বোর্ডের ডামাডোল অবস্থার আঁচ পড়েছে বাবরদের ড্রেসিংরুমেও।২০১১ সালের বিশ্বকাপের পর থেকে টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হল পাকিস্তান।ইডেনে ইংল্যান্ডের কাছে ৯৩ রানে হেরেছে পাকিস্তান। ৯টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচ জিতেছে তারা। আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বাবরদের কাপ অভিযান শেষ। সেমিফাইনালে কোন দল কবে কাদের সঙ্গে কোথায় খেলবে, সেই সূচিও চূড়ান্ত হয়ে গেল তখনই।
Free Access