বাংলাদেশ সফরে বিরাট প্রত্যাবর্তন, ফিরতে পারেন পন্থ
Big comeback in Bangladesh tour, Panth can return

Truth Of Bengal : ভারতের সামনে ফের রয়েছে টেস্ট। মার্চের পর সেপ্টেম্বরে ভারত টেস্ট খেলতে নামছে। বিপক্ষ বাংলাদেশ। যদিও বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় দলের বহু খেলোয়াড়ই দলীপ ট্রফিতে অংশ নেবে। এই দলীপ ট্রফিতে কে কেমন পারফর্ম করবেন তা নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করবেন না নির্বাচক কমিটি। বোর্ড সূত্রে খবর দল নির্বাচন করে রেখেছেন নতুন করছে গৌতম গম্ভীর ও অজিত আগরকরের নেতৃত্বাধীন টিম। সূত্রের খবর অনুযায়ী এই টেস্টে ফিরতে চলেছেন বিরাট কোহলি। তিনি গত টেস্ট অর্থাৎ মার্চে অনুষ্ঠিত হওয়া টেস্টের ছিলেন না। চলতি বছরের জানুয়ারির পর ভারতের জার্সিতে আর কোন টেস্ট খেলেননি।
দিন যত এগোচ্ছে তত দল নিয়ে বাড়ছে জল্পনা। ভারতের ওপেনিং জ্যোতি হিসেবে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল কে দেখা যেতে পারে তিন নাম্বারে থাকবেন শুভমন গিল এবং চারে বিরাট। এই সিরিজের দল নিয়ে চলছে জল্পণা। তার মাঝে দলে সূর্য কুমার যাদব অনিশ্চিত। বুচিবাবু টুর্নামেন্টে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার হয়ে খেলতে গিয়ে হাতে চোট পান সূর্য কুমার যাদব। খেলার মাঝেই হঠাৎ চোট পেয়ে মাঠের বাইরে তিনি । ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দলীপ ট্রফিতে থাকবেন না বলেই খবর।
১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যাত্রা শুরু হচ্ছে। এই বাংলাদেশ সিরিজের পর ভারতের রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ। তাই চোট তাড়াতাড়ি সারিয়ে তোলা দরকার বলেই মনে করছেন সূর্য । ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সিতে টেস্টে অভিষেক হয়েছিল সরফরাজ খান ও দেবদত্ত পড়িক্কলের। ফলত ভারতের নতুন কোচের নজরে তারা রয়েছেন বলেই খবর । অপর দিকে দুর্ঘটনার কবলে পড়া ঋষভ পন্থ ফিরেছেন ২২ গজে। তারও থাকার সম্ভাবনা রয়েছে টেস্টে। রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের থাকার সম্ভাবনা রয়েছে। দলীপ ট্রফিতে বমুরাকে বিশ্রাম দেওয়া হয়েছে কারণ বাংলাদেশ সফরের পর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সিরিজ রয়েছে ফলত বুমরাকে সেখানে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।