খেলা

বিশ্বকাপের আগে বড় ধাক্কা! টি-টোয়েন্টি সিরিজে আমিরশাহির কাছে বাংলাদেশ পরাজয়

Big blow before the World Cup! Bangladesh lose to UAE in T20 series

Truth Of Bengal: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। ইতিহাসে প্রথমবার কোনও টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতল আইসিসি-র সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরশাহি। বুধবার তৃতীয় এবং শেষ ম্যাচে ১৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ৭ উইকেটে জয় তুলে নেয় আমিরশাহি। প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক দল।

ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ১৮ বলে ঝোড়ো ৪০ রান করে দেন দারুণ সূচনা। কিন্তু এরপর একের পর এক উইকেট পড়তে থাকে। মিডল অর্ডারের ব্যর্থতায় এক সময় ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই অবস্থায় দলের হাল ধরেন জাকের আলি, ৩৪ বলে করেন ৪১ রান। শেষদিকে হাসান মাহমুদ (১৫ বলে ২৬) এবং শরিফুল ইসলাম (৭ বলে ১৬)-এর ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে বাংলাদেশ। রান তাড়ায় নামা আমিরশাহি শুরুতেই হারায় মহম্মদ ওয়াসিমকে। কিন্তু জোহাইব এবং অধিনায়ক আলিশান শারাফু ইনিংস গুছিয়ে নেন। জোহাইব আউট হলেও একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নিয়ে যান শারাফু, তিনি অপরাজিত থাকেন ৬৮ রানে।

শেষদিকে ঝড় তোলে আসিফ খানের ব্যাট। পাঁচটি বিশাল ছক্কার সাহায্যে মাত্র ২৬ বলে ৪১ রান করে তিনি অপরাজিত থাকেন এবং দলকে এনে দেন ঐতিহাসিক জয়। টপ এবং মিডল অর্ডারের ব্যর্থতায় ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। অন্যদিকে আইসিসি-র টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের স্থান নবম স্থানে আর অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহীর স্থান ১৫ তম স্থানে। খাতায় কলমে দুর্বল আরবশাহির কাছে এ বার ফের হারল বাংলাদেশ।

এই হারের ফলে বাংলাদেশের প্রস্তুতির দিশা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরাজয়ের পর এখন বাংলাদেশের ক্রিকেট দলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি। বলা বাহুল্য, বাংলাদেশের জন্য এই লজ্জার হার প্রথম নয়। বরং ধীরে-ধীরে এরকম লজ্জার নজিরের সঙ্গে ধাতস্থ হয়ে উঠছেন বাংলাদেশিরা। কারণ ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে আমেরিকার কাছেও সিরিজ হেরেছিলেন ‘টাইগাররা’। আর এবার সংযুক্ত আরব আমিরশাহির কাছে চরম লজ্জার মুখে পড়লেন।

Related Articles