খেলা

কোচবিহার ট্রফিতে ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান বাংলার

Bengal scores big against Mumbai at Eden in Cooch Behar Trophy

Truth of Bengal: ইডেন গার্ডেন্সে আয়োজিত অনুর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফিতে মুম্বইয়ের সামনে বড় রানের টার্গেট দিল বাংলা। প্রথম ইনিংসে সৌরাশিসের দল ৯ উইকেটের বিনিময়ে ৫০২ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে বৃহস্পতিবার।

বাংলার হয়ে এই ম্যাচের দ্বিতীয় দিনেও দূরন্ত ব্যাট করলেন আশুতোষ কুমার। সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন অভিপ্রায় বিশ্বাস। বুধবারই শতরান পূর্ণ করেছিলেন আশুতোষ। আর বৃহস্পতিবার করলেন ১৭৯ রান। ৩৭৫টি বল খেলে ২৭টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সাহায্যে এই রান করেন আশুতোষ।

দ্বিতীয় দিনে বাংলার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করলেন অভিপ্রায়। অঙ্কিত চট্টোপাধ্যায়ের মতো তিনিও করলেন ১০৮ রান। ১৮৪টি বল খেলে ১৫টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সাহায্যে শতরান পূর্ণ করেন অভিপ্রায়।

জবাবে ব্যাট করতে নেমে মুম্বইয়ের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৯১ রান। দ্বিতীয় দিনের শেষে বাংলা এগিয়ে রয়েছে সৌরাশিসের দল। অন্য দিকে দিনের শেষে মুম্বইয়ের হয়ে অপরাজিত দুই ব্যাটসম্যান হলেন এন ঝাওয়ার ও আরিয়ান সাকপাল। তাঁদের দুজনের সংগ্রহ যথাক্রমে ৪৯ এবং ২৫ রান। এখন দেখা যাক প্রথম ইনিংসে বড় রান করার ফায়দা বাংলা পুরোপুরি তুলতে পারে কি না।