মৌমাছির তাণ্ডব সুপার কাপের ম্যাচে, মুখ ঢেকে নিজেকে রক্ষা সহকারী রেফারির
Bees attack Super Cup match, assistant referee covers his face to protect himself

Truth Of Bengal: ছবিটা দেখে অনেকেই হয়তো ভাবছেন এ আবার কি হল! রেফারির কি কোনও অঘটন ঘটল নাকি! না অন্য কোনও কিছু! স্বাভাবিক এটা ভাবাই স্বাভাবিক ব্যাপার। কেননা মাঠের মধ্যে তিনি যেভাবে শুয়ে ছিলেন তা দেখে অনেকে এটাই ভেবেছিলেন। তবে আসলে তা নয়। ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন। যা শুনলে হয়ত কিছুটা হলেও ঘাবড়ে অবাক হবেন আপনিও।
রবিবার ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে চলতি বছরের সুপার কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুম্বই সিটি এফসি মুখোমুখি হয়েছিল ইন্টার কাশির। সেই ম্যাচে ঘটল ঘটনাটি। ম্যাচের বয়স তখন সবে মাত্র ২৮ মিনিট হয়েছে। আচমকাই কলিঙ্গ স্টেডিয়ামের মাঠে প্রবেশ করে একঝাঁক মৌমাছি। যা দেখে অবাক হয়ে পড়েন ম্যাচের দায়িত্ব থাকা রেফারি থেকে শুরু করে সহকারী রেফারি পর্যন্ত। কিছুক্ষণ গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তা ভাল না বোঝায়, মৌমাছির দলকে তাড়াতে শুরু করেন সহকরী রেফারি। এবং সেই সময় রেফারি জল পানের বিরতি ঘোষণা করেন। ফলে মিনিট চারেক বন্ধ থাকে খেলা।
এরপর আবার খেলা চালু হলেও শান্তি নেই। মৌমাছির দল যেন অবাদ্ধ হয়ে উঠেছে। এবার মাঠ থেকে তারা আক্রমণ শুরু করে স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকদের ওপর। এমনকী সহকারী রেফারির দিকেও আক্রমণ করতে থাকে ওই মৌমাছির দল। এবার নিজের প্রাণ বাঁচাতে তোয়ালে দিয়ে মুখ ঢেকে মাঠেই শুয়ে পড়লেন তিনি। বেশ কিছুক্ষণ সবাইকে একপ্রকার অতিষ্ঠ করে ধীরে ধীরে বিদায় নিল মৌমাছির দল। স্বস্তি ফিরল গোটা স্টেডিয়ামজুড়ে।