খেলা

আইপিএল-র ফাইনাল ম্যাচেও সশস্ত্র বাহিনীকে সম্মান জানাবে বিসিসিআই

BCCI to honour armed forces in IPL final

Truth of Bengal: চলতি মরসুমে আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। ক্রিকেটের মেগা ইভেন্টের চূড়ান্ত পর্যায়ের এই ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফাইনালে ম্যাচেও দেশের সশস্ত্র বাহিনীকে সম্মান জানানোর পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে এই কথা জানান, বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। সংবাদমাধ্যমের কাছে তিনি জানান, ‘অপারেশন সিঁদুর’ সুষ্ঠুভাবে সম্পন্ন করার পিছনে দেশের সশস্ত্র বাহিনীর বীরত্বকে সম্মান জানানোর জন্যই বোর্ড এমন উদ্যোগ গ্রহণ করেছে।

চিত্রঃ সংগৃহীত

এই প্রসঙ্গে বোর্ড সচিব আরও জানান, ‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড মনে করে ‘অপারেশন সিঁদুর’ সুষ্ঠুভাবে পরিচালনা করে প্রমাণ করে দিয়েছে যে, দেশের মানুষকে রক্ষা করতে তাঁরা সিদ্ধহস্ত। শুধু তাই নয়, ‘অপারেশন সিঁদুর’ আমাদেরকে যথেষ্ট অনুপ্রাণিতও করেছে। তাই বিসিসিআই-র পক্ষ থেকে তাঁদেরও সম্মান জানানো উচিত। সেই কারণে আইপিএল-র সমাপ্তি অনুষ্ঠানটি আমরা বীর সেনাদের উৎসর্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

বোর্ড সচিব আরও সংযোজন করে বলেন, ‘যদিও ক্রিকেট একটি আবেগ হিসেবে আমাদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে রয়েছে, তবুও আমরা মনে করি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং আমাদের দেশের নিরাপত্তার চেয়ে আর বড় কিছু হতে পারে না। আর সেই কঠিন কাজটাই যাঁরা নিরলস পরিশ্রম ও জীবন দিয়ে রাখার চেষ্টা করেন সর্বত্র, তাঁদের সম্মান জানানো অবশ্যই আমাদের সকলের কর্তব্য।’

প্রসঙ্গত, গত মার্চ মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁর বৈসরনে এক নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। যে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণহানি হয়। এরপরই ভারত প্রতিবেশী দেশ পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তোলে। এবং ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করে। তারপরই ভারতীয় সশস্ত্র বাহিনীকে আইপিএল-র গ্রুপ পর্বের ম্যাচগুলিতে সম্মান জানানো হয়। এবার ফাইনাল ম্যাচেও তার ব্যতিক্রম ঘটবে না।

 

 

Related Articles