ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় এ দল ঘোষণা করল বিসিসিআই
BCCI announces Indian squad for England match

Truth Of Bengal: শুক্রবার আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় এ দল ঘোষণা করল বিসিসিআই। এই দলে জায়গা পেয়েছেন মোট ২০ জন ক্রিকেটার। বাংলা থেকে এই দলে সুযোগ পেয়েছেন অভিমুন্যু ঈশ্বরণ। এবং তাঁকেই দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। এছাড়া বাংলা থেকে সুযোগ পেয়েছেন পেসার মুকেশ কুমারও।
ইংল্যান্ডের বিপক্ষে এই দলে মূলত সিনিয়র ও জুনিয়রের ভারসাম্য বজায় রেখেই তৈরি করা হয়েছে। যেমন দলে রয়েছেন বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বোচ্চ রানসংগ্রহকারী যশস্বী জয়সওয়াল। বোর্ড সূত্রে জানা গিয়েছে, তিনি ভারতীয় এ দলের প্রথম থেকেই দলের সঙ্গে থাকবেন।
তবে আইপিএলের ম্যাচ থাকার কারণে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, শুভমন গিল ও সাই সুধাশরণ দ্বিতীয় ম্যাচ থেকে দলের সঙ্গে যোগ দেবেন।
এক নজরে দেখে নিন ঘোষিত ভারতীয় এ দল : অভিমূন্য ঈশ্বরণ (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, করুন নায়ার, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, শার্দূল ঠাকুর, ইষাণ কিশান (উইকেটরক্ষক), মানব সূতার, তানিশ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশদীপ, হর্ষিত রানা, অনশূল কম্বোজ, খলিল আহমেদ, ঋতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান, তুষার দেশপাণ্ডে ও হর্ষ দুবে।