মুম্বইকে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে কেরলের মুখোমুখি বরোদা
Baroda beats Mumbai to face Kerala in Ranji Trophy final

Truth of Bengal: ২০২৪-২৫ মরসুমে রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছে গেল বরোদা ও কেরল। সেমিফাইনালে মুম্বইকে ৮০ রানে হারাল বরোদা। অপর ম্যাচে গুজরাট বনাম কেরলের ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়। কিন্তু যেহেতু গুজরাটের বিপক্ষে প্রথম ইনিংসে কেরল দলটি ২ রানে এগিয়ে ছিল, সেই কারণে তারা বিজয়ী হয়ে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিল।
বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে সেমিফাইনালে বরোদা মুখোমুখি হয়েছিল অজিঙ্কা রাহানের দল মুম্বইয়ের। প্রথমে ব্যাট করে বরোদার সংগ্রহ ৩৮৩ রান। বরোদার প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭৯ রান করেছিলেন দীনেশ মালেওয়ার। দীনেশের পর ৭৪ রান করেন ধ্রুব শোরে। জবাবে ব্যাট করতে নেমে মুম্বইয়ের সংগ্রহ ২৭০। অজিঙ্কা রাহানের দলের হয়ে দূরন্ত শতরান করেছিলেন আকাশ আনন্দ। এরপর আর কেউই সেভাবে দাঁড়াতে পারেননি।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বরোদার সংগ্রহ ২৯২ রান। ফলে ৪০৫ রানে এগিয়ে থাকে বরোদা। জিততে হলে এই বিশাল রান তাড়া করতে নেমে মুম্বইয়ের পক্ষে জয় হাসিল করা আর সম্ভব হয়নি। ৩২৫ রানেই বাণ্ডিল হয়ে যায় তারা। দ্বিতীয় ইনিংসে বরোদার হয়ে বল হাতে পাঁচ উইকেট দখল করেন হর্ষ দুবে। তবে ব্যাট হাতে মুম্বইয়ের হয়ে ব্যর্থ হলেন শিভম দুবে, সূর্যকুমার যাদবরা। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি না পেলেও দ্বিতীয় ইনিংসে নিজের অর্ধ্বশতরান পূর্ণ করেও দলকে হারের হাত থেকে বাঁচাতে পারলেন না শার্দূল ঠাকুর।
অপর ম্যাচে গুজরাটের মুখোমুখি হয়েছিল কেরল। কিন্তু ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে পৌঁছে গেল দক্ষিণের দলটি। প্রথম ইনিংসে ব্যাট করে কেরল সংগ্রহ করে ৪৫৭ রান। জবাবে ৪৫৫ রানেই গুটিয়ে যায় গুজরাটের প্রথম ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে ১১৪ রান। ফলে নির্ধারিত দিনে খেলা শেষ হয়ে যাওয়ায় গুজরাট আর ব্যাটিং করার সুযোগই পায়নি। ফলে ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে ২ রানে এগিয়ে থাকার ফায়দা পুরোপুরি তুলে নিল কেরল।