আর্সেনালের কাছে হেরে মহিলা চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নভঙ্গ বার্সেলোনার
Barcelona's Women's Champions League dreams shattered after defeat to Arsenal

Truth Of Bengal: শনিবার মহিলাদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে গার্নারদের প্রমীলা বাহিনীর কাছে নামমাত্র গোলে হারতে হল কাতালানদের। শুধু ম্যাচে হেরে খেতাব জয় হাতছাড়া হল তা নয়, এর পাশাপাশি হাতছাড়া হল ট্রফি জয়ের হ্যাটট্রিকের সুযোগও।
পর্তুগালের রাজধানী লিসবনের এস্তাদিও জোসে আলভালাদে স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচে কিন্তু অনেকেই ফেভারিট ধরেছিলেন বার্সাকে। কিন্তু তাঁদের সেই আশায় জল ঢেলে দিল আর্সেনাল। ম্যাচে জয়ের ফলে দীর্ঘ ১৮ বছরের প্রতিক্ষার অবসান হল গার্নারদের। এর আগে ২০০৭ সালে প্রথমবার তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেতাব প্রথমবারের মত জয় করেছিল।
ম্যাচের শুরু থেকেই আর্সেনালের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন বার্সা বাহিনী। সব বিভাগেই গার্নারদের টেক্কা দিলেও কাজের কাজ কিছুই করতে পারছিলেন না তাঁরা। কেননা ফাইনাল থার্ডে এসে খেই হারিয়ে ফেলছিলেন কাতালানদের প্রমীলা ব্রিগেড। আইতানা বোনমতি, ইউয়া পাজরদের ক্রমাগত সুযোগ নষ্টের খেসারতিতেই শেষ পর্যন্ত খেসারত দিতে হল বার্সাকে।
খেলার বয়স তখন ৭৪ মিনিট। আর্সেনালের সুইডিস ফুটবলার সাতিনা ব্ল্যাকস্টেনিয়াস বল জড়িয়ে দিলেন কাতালানদের জালে। তারপর শত চেষ্টা করেও আর খেলায় ফিরতে পারল না ক্যাম্প ন্যুর দলটি। ফলে ট্রফি জয়ের কয়েক হাত দূরত্বেই থেমে যেতে হল তাঁদের।