দলীয় চিকিৎসকের মৃত্যুতে বন্ধ হল বার্সা বনাম ওসাসুনা ম্যাচ
Barca vs Osasuna match called off after team doctor dies

Truth Of Bengal: লা লিগায় শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ ছিল বার্সেলোনার। সেই ম্যাচ শুরু হতে তখনও বাকি কুড়ি মিনিটের মত। কিন্তু তখনও দুই দলের ফুটবলারদের মাঠে ওয়ার্মআপ করতে না দেখে গ্যালারিতে উপস্থিত দর্শকদের মনে দানা বাঁধে কৌতুহল। এবং অবশেষে গ্যালারিতে খবর এসে পৌঁছয়, বার্সার মূল দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া পরলোকগমন করেছেন। তাই ওসাসুনার বিপক্ষে বার্সার এই ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হল।
De no creerlo😭💔
Descansa en paz Doc.
Mucha fuerza para la familia y amigos. Dios fortalezca sus corazones en este duro momento. https://t.co/bVnDZ41vTT— Ronald Araujo (@RonaldAraujo_4) March 8, 2025
৫৩ বছর বয়সী গার্সিয়া কাতালানদের সঙ্গে যুক্ত ছিলেন ২০১৭ সাল থেকে। তবে মূল দলের দায়িত্ব তিনি নেন গত বছর গরমকালে। এর আগে অবশ্য ফুটসল বিভাগের দায়িত্ব সামলেছেন গার্সিয়া।তাঁর মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করা হয়েছে বার্সেলোনার পক্ষ থেকে। শোকবার্তায় বার্সার পক্ষ থেকে লেখা হয়েছে, ‘আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের দলের প্রধান চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া পরলোকগমন করেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই শনিবার ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচটি স্থগিত রাখা হল। পরে এই ম্যাচের সূচি পুনরায় জানিয়ে দেওয়া হবে। আমাদের ক্লাবের পক্ষ থেকে গার্সিয়ার শোকতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
গার্সিয়ার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন ক্যাম্প ন্যুর ক্লাবের প্রেসিডেন্ট হোয়ান লোপার্তও। শোকবার্তায় তিনি বলেন, ‘আমরা এক কঠিন সময়ের মধ্যে আছি। কার্লেস আমাদের সবার খুব প্রিয় মানুষ ছিলেন। আমরা সবাই তাঁর মৃত্যুতে গভীর শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ শুধু প্রেসিডেন্টই নন, গার্সিয়ার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বার্সার বর্তমান ফুটবলাররাও।