কালীঘাটকে হারিয়ে জেসি মুখার্জি টি-টোয়েন্টি ট্রফি জয় বাগানের
Bagan wins JC Mukherjee T20 Trophy after defeating Kalighat

Truth Of Bengal: সিএবি পরিচালিত চলতি মরসুমের জেসি-মুখার্জি টি-টোয়েন্টি খেতাব জয় করল মোহনবাগান। শুক্রবার ইডেন গার্ডেনে আয়োজিত ফাইনাল ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেড ৪ উইকেটে পরাজিত করে কালীঘাট ক্লাবকে।
ম্যাচে প্রথমে ব্যাট করে কালীঘাট ক্লাব নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ৭ উইকেটের বিনিময়ে ১৭৯ রান। কালীঘাটের হয়ে ৪১ বলে ৬২ রানের ইনিংস উপহার দেন ব্যাটার সায়ন শেখর মণ্ডল। এছাড়া শুভম চট্টোপাধ্যায় করেন ২৬ বলে ৫০ রান। এই দুই ব্যাটার ছাড়া কালীঘাটের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান করেন অরুন চোপড়ানা। তাঁর সংগ্রহ ১১ বলে ২১ রান। এরা তিনজন ছাড়া বাকিরা আর কেউই মাথা তুলে দাঁড়াতে পারেনি বাগান বোলিং আক্রমণের সামনে।
মেরিনার্সদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট দখল করেন প্রদীপ কুমার। মাত্র ৩০ রানের বিনিময়ে এই উইকেট দখল করেন তিনি। জিততে হলে মোহনবাগানের দরকার ছিল ১৮০ রান। ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাগান শিবির।
তাদের সংগ্রহ ১৮২ রান। সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে ২৮ বলে দুরন্ত ইনিংস উপহার দেন অভিজ্ঞ ব্যাটার সুদীপ কুমার ঘরামি। সুদীপ ছাড়াও ২৮ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন অপর ব্যাটার শুভঙ্কর বল। এছাড়া গৌতম খেরা করেন ২৩ বলে ৩৯ রান। কালীঘাটের হয়ে সর্বাধিক ২ উইকেট দখল করেন অরুন চাপড়ানা।