ভারতের ওপর ক্রমশ চেপে বসার চেষ্টা করছে অস্ট্রেলিয়া

Truth Of Bengal: শুক্রবার দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল এক উইকেটের বিনিময়ে ৮৬ রান। শনিবার দিনের শুরুতেই ফের গোলাপি বল হাতে আবার দিনের প্রথম উইকেটটি নিলেন শুক্রবারের বার্থ-ডে বয় সেই যশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়া শিবিরে এবার যাঁকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল সেই ম্যাকসুইনিকে। ক্রিজে জমে ওঠার আগেই ৩৯ রানের মাথায় বুমরার বলে খোঁচা দিয়ে পন্থের হাতে ধরা পড়লেন এই অজি ব্যাটসম্যান।
এরপরই বুমরার সাজঘরের পথ দেখান অস্ট্রেলিয়ার আর এক নির্ভরযোগ্য ব্যাটসম্যান স্টিভ স্মিথকে। বুমরার লেগ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মারার সঙ্গে সঙ্গেই বল জমা পড়ল পন্থের বিশ্বস্ত গ্লাভসে। মাত্র ২ রান করেই প্যাভেলিয়নের পথ ধরলেন স্মিথ।
চটজলদি দুই উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। কিন্তু সেই সময় ক্যাঙারু বাহিনীকে টেনে তোলার চেষ্টা করেন লাবুশানে ও ট্রাভিস হেড জুটি। ১২৬ বলে ৬৪ রান করে যখন লাবুশানে ক্রিজে জমে যাওয়ার চেষ্টা করছেন, ঠিক সেই সময়ই তাঁকে প্যাভেলিয়নে ফেরত পাঠান নবাগত অলরাউন্ডার নীতিশ রেড্ডি।
লাবুশানে সাজঘরে ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন মিচেল মার্শ। তবে লাবুশানের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসেবে পিঙ্ক বলের টেস্টে অর্ধ্বশতরান পূর্ণ করে ফেললেন ট্রাভিস হেড। ৬৬ বলে ৫৩ রানে অপরাজিত আছেন তিনি। অন্য দিকে মিচেল মার্শের সংগ্রহ ১০ বলে ২ রান। এখন চার উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৯১ রান।