খেলা

রাহুলকে নিয়ে আবেগঘন পোস্ট আথিয়ার

Athiya Shetty & Kl Rahul

The Truth of Bengal: বলিউড আর ক্রিকেট দুনিয়া একে অপরের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িত। এই দুই দুনিয়ার বিভিন্ন তারকাদের মধ্যে সম্পর্ক নতুন নয়। তেমনি বলিউড অভিনেত্রী তথা সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টির সাথে ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয় ক্রিকেটার কেএল রাহুলের সম্পর্কও নতুন নয়। বেশ কিছু মাস আগেই সাত পাকে বাঁধা পড়েছেন এই তারকা জুটি।

তবে ভালোবাসার সম্পর্কের সময় থেকেই রাহুলের কোন ম্যাচ থাকলে অভিনেত্রী সেটা একেবারে মাঠেই দেখতে যেতেন। এমন কি জানা যায় রাহুলের ম্যাচ বিদেশে থাকলে সাথে যেতে আথিয়া। তবে এ বছরের আইসিসি ওয়ার্ল্ড কাপে এর ব্যতিক্রম হল। মাঠে খেলা দেখতে যেতে পারলেন না রাহুল অর্ধাঙ্গিনী। বাড়িতে বসেই রাহুলের ম্যাচ দেখতে হল রাহুল ঘরণীকে। আবার ম্যাচ দেখেই নিজের সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন অভিনেত্রী।

টিভি থেকে রাহুলের ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লিখেন, ‘This Boy’। সাথেই আবার লাল রঙের হার্ট ইমোজি আর ইভেল আই ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও আমরা রাহুলকে নিয়ে আথিয়ার সোশ্যাল মিডিয়াতে বহু পোস্ট দেখেছি। তাদের দুজনের একসাথে ফটোশুটের বিভিন্ন ছবি এবং ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়া জুড়ে।

Free Access

Related Articles