পহেলগাঁও কাণ্ডের জেরে, স্থগিত হতে পারে এশিয়া কাপও
Asia Cup may also be postponed due to Pahelgaon incident

Truth Of Bengal: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-র বৈসরনে নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। যার জেরে প্রাণ হারিয়েছিলেন প্রায় নিরীহ ২৮ জন পর্যটক। এই ঘটনার জেরে ভারতের পক্ষ থেকে অভিযোগের আঙুল তুলে বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যেই।
সূত্র মারফত জানা গিয়েছে এমনকি এই ঘটনার জেরে নাকি ভারত আইসিসি-র কাছে দাবি জানিয়েছে বিশ্বকাপের মঞ্চে যাতে ভারত-পাকিস্তানকে একই গ্রুপে না রাখা হয়। যদিও এই খবর এখনও সরকারীভাবে ঘোষণা করেনি বিসিসিআই। এরই মধ্যে এই জঙ্গি হামলার জের ছড়িয়ে পড়তে চলেছে আসন্ন এশিয়া কাপ ক্রিকটের মেগা মঞ্চে।
একটি বহুল প্রচারিত সংবাদপত্র সূত্রের খবর, ২০২৫ সালের এশিয়া কাপ ক্রিকেটের আসর স্থগিত হতে পারে। কারণ সরকার মনে করে এখন দুই দেশের সম্পর্ক যে জায়গায়, সেখানে দাঁড়িয়ে এই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে ব্যাট-বলের লড়াই হওয়ার আর্দশ পরিবেশ নয়। ওই সংবাদপত্র মারফত জানা গিয়েছে, টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত থাকলেও, এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্টটি কোনও নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি।
প্রসঙ্গত, ভারত সাদা বলের সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ যাবে। তার মধ্যে তিনটি একদিনের ম্যাচের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলার কথাও রয়েছে। এমনকি ওই সংবাদপত্রের খবর অনুযায়ী পহেলগাঁও কাণ্ডের পর যেহেতু সীমান্তের পরিবেশ ঠিক নেই, সে কারণে এই সফরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এখনও দেখা যাক শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয় তা সময়ই বলবে।