খেলা

অসহায় মানুষদের জন্য সমবেদনা অশ্বিন -রাহানের

Ashwin-Rahan's sympathy for the helpless people

The Trut Of Bengal : ভয়ংকর বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই। প্রবল বৃষ্টিপাতের জেড়ে  শহরের বহু জায়গা জলমগ্ন রাস্তাঘাট কার্যত  নদীতে পরিণত হয়েছে । প্রাণ হানির  সংখ্যাও যথেষ্ট রয়েছে এমত অবস্থায় অশ্বিন তার এক্স প্লাটফর্মে লিখেছেন ভয়ংকর অবস্থা এর মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে সঙ্গে তিনি চেন্নাইয়ের রাস্তার ছবি ভিডিও এক্সে অর্থাৎ সাবেক টুইটারে শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে বিদ্যুতের খুঁটি থেকে গাছপালা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে।

পরিস্থিতি এতটাই খারাপ যে বহু মানুষ ঘর ছাড়া । দীনেশ কার্তিক তিনিও এই দুর্যোগের বিষয়ে এক্সে লিখেছেন চেন্নাইয়ের সকল মানুষ নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বাড়ির ভিতরে থাকুন। এবং তিনি সরকারি টিমকে স্যালুট জানিয়েছেন সকলকে এগিয়ে আসার বার্তাও দিয়েছেন তিনি।

পরিস্থিতি এতটাই খারাপ যে বহু ট্রেন বাতিল  করা হয়েছে । পাশাপাশি চেন্নাই সুপার কিংস এর তরফ থেকে ও এক্স হ্যান্ডেলের লেখা হয়েছে দয়া করে ঘরে থাকুন নিজের যত্ন নিন। অপরের খোঁজ করুন এই দুর্যোগ পরিস্থিতিতে চেন্নাইয়ের সমস্ত স্কুল কলেজ অফিস বন্ধ রাখা হয়েছে কর্মীদেরকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

FREE ACCESS

 

Related Articles