
Truth Of Bengal: এই মরসুমই লিভারপুলে তাঁর শেষ মরসুম। পাশাপাশি রেড ডেভিলসদের সঙ্গে চুক্তির মেয়াদও শেষ হচ্ছে তাঁর। তিনি হলেন ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড। সূত্রের খবর, লিভারপুলের সঙ্গে দুই দশকেরও বেশি সম্পর্কের ইতি টেনে তারপরই তিনি যোগ দিতে পারেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়ারদের ক্লাব রিয়াল মাদ্রিদে। ইতিমধ্যেই আরনল্ডের লিভারপুল ছাড়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে ক্লাবের ওয়েবসাইটে।
নিজের ক্লাব ছাড়া প্রসঙ্গে লিভারপুলের এই সাই়ডব্যাক সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘লিভারপুল ফুটবল ক্লাবে ২০ বছর থাকার পর এটা নিশ্চিত করার সময় এসেছে যে আমি মরসুম শেষে চলে যাব। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।’
এর পরে রেড ডেভিলস সমর্থকদের উদ্দেশে আরনল্ড লেখেন, ‘এতদিন আপনাদের যে ভালবাসা আমি পেয়েছি, তা ভোলার নয়। আপনাদের মত আমারও খুব খারাপ লাগছে আপনাদের মায়া ত্যাগ করে যেতে। আমার ক্লাব ত্যাগের বিষয়টি শুনে আপনারা হয়ত খারাপ ভাববেন, সে কারণে আপনাদের কিছু জানাইনি। কিন্তু এখন আর কিছু করার নেই। কারণ সবাইকে একদিন না একদিন চলে যেতে হয়। আমিও তাঁর ব্যতিক্রম নই। আপনাদের কাছ থেকে যে ভালবাসা পেয়েছি, তার ঋন আমি কখনও শোধ করতে পারব না।’