খেলা
Trending

প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার, কোপার আগে নিজেদের ঝালাই করে নেবে আলবিসেলেস্তেরা

Argentina announced the schedule of preparation matches

The Truth Of Bengal : এ মাসের শুরুতে চীনে নির্ধারিত দুটি প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় কিছুটা বিপাকেই ছিল আর্জেন্টিনা ফুটবল দল। তখন পর্যন্ত কোপা আমেরিকার আগে সে দুই ম্যাচই ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য প্রস্তুতির শেষ সুযোগ। ফলে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই আর্জেন্টিনাকে কোপায় শিরোপা ধরে রাখার অভিযানে নামতে হয় কি না, সে শঙ্কাও তৈরি হয়।তবে  শঙ্কা উড়িয়ে দুটি নয়, কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে চারটি প্রীতি ম্যাচ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। যে ম্যাচগুলো দিয়ে কোপার আগে নিজেদের ঝালাই করে নেবে আলবিসেলেস্তেরা।

এল সালভাদর ও নাইজেরিয়ার বিপক্ষে আগামী মার্চে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলার কথা গত সপ্তাহে জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন । এবার তারা নিশ্চিত করেছে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও। লিওনেল মেসির দল এ ম্যাচ দুটি খেলবে আগামী জুনে। এক বিজ্ঞপ্তিতে এএফএ জানায়, আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডরের বিপক্ষে এবং ১৪ জুন ল্যান্ডওভারের ফেডেক্স ফিল্ডে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা।

এর আগে ২৩ মার্চ ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ডে এল সালভাদর এবং ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলিসিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টিনা। এখন অল্প সময়ের মধ্যে দুটি ম্যাচের পরিবর্তে চারটি প্রস্তুতি ম্যাচ নিশ্চিত করায় নিশ্চয় স্বস্তি ফিরেছে মেসিদের মনে। কোপা আমেরিকায় আর্জেন্টিনা নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ২১ জুন। আটলান্টায় প্রথম ম্যাচে মেসির প্রতিপক্ষ কানাডা কিংবা ত্রিনিনাদ অ্যান্ড টোবাগো।

 

FREE ACCESS

Related Articles