খেলা

আরও এক বছরের জন্য পুরনো দলেই থেকে গেলেন আলাদিন

Aladin stays with old team for another year

Truth of Bengal: গত আইএসএল-এ নর্থ-ইস্টের জার্সি গায়ে ঝড় তুলেছিলেন মরোক্কোর ফরোয়ার্ড আলাদিন আজারে। তাঁকে আটকাতেই হিমশিম খেয়েছেন বিপক্ষ দলের বাঘা বাঘা ডিফেন্ডাররা। একের পর এক ম্যাচে ঝলসে উঠেছেন আলাদিন। জয় পেয়েছে নর্থ-ইস্ট। তারই ফলস্বরূপ পেদ্রোর দলের হয়ে ২০২৪-২৫ মরসুমে আইএসএল-এ গোল্ডেন বুট জয় করেছিলেন আলাদিন।

কাজেই আগামী মরসুমের জন্য আলাদিনকে নিজেদের দলে ধরে রাখতে বদ্ধপরিকর ছিল তাঁর পুরনো দল নর্থ-ইস্ট। এবং সেই লক্ষ্যে সফলও হল উত্তর-পূর্বের এই দলটি। ক্লাবের পক্ষ থেকে সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল আরও এক বছরের জন্য অর্থ্যাৎ ২০২৫-২৬ মরসুমের জন্য নর্থ-ইস্টেই থাকছেন এই মরোক্কোন ফরোয়ার্ড।

আলাদিন নর্থ-ইস্টের হয়ে ডুরান্ড কাপেই তাঁর সেরা পারফরম্যান্সের সূচনা করেছিলেন। এরপর আইএসএল-র হয়ে ২৫টি ম্যাচ খেলে ২৩টি ম্যাচেই স্কোরশিটে নাম তুলেছিলেন। গোলের পাশাপাশি অ্যাসিস্টের ক্ষেত্রেও নিজের নাম লিখিয়েছেন আজারে। মোট ৭টি অ্যাসেস্ট রয়েছে তাঁর নামের পাশে। আজারে নর্থ-ইস্টের হয়ে প্রথম হ্যাটট্রিকটি পূর্ণ করেছিলেন মহমেডানের বিপক্ষে ম্যাচে।

পুরনো দলে থাকতে পেরে স্বভাবতই খুশি নর্থ-ইস্টের মরোক্কোন স্ট্রাইকার। আজারে বলেন, ‘আমার পুরনো দল নর্থ-ইস্টে থাকতে পেরে আমি স্বভাবতই খুশি। কেননা নর্থ-ইস্ট আমার কাছে বাড়ির মত। এখানকার পরিবেশ থেকে শুরু করে সব কিছুই আমার চেনা। সতীর্থ, সাপোর্টস্টাফ সবাই আমার পরিচিত। আশকরি চলতি মরসুমে এই দলের জার্সি গায়ে অধরা স্বপ্ন সফল করতে পারব।’

‘আজারেকে দলে ধরে রাখতে পেরে দারুণ খুশি নর্থ-ইস্ট কোচ পেদ্রো বেনালিও। তিনি জানান, ‘আলাদিনের মত ফুটবলারকে দলে রাখতে পেরে সত্যিই আমরা গর্বিত। গত মরসুমে মাঠ ও মাঠের বাইরে আলাদিনের পারফরম্যান্স ছিল যথেষ্ট নজরকাড়া। আমরা আশাবাদী এবারও আমরা একই ছন্দে আলাদিনকে দেখতে পাব।’

Related Articles