
Truth Of Bengal: শনিবার মেলবোর্নে অনুশীলনের সময় হাতে চোট পেয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুল। এবার ২৪ ঘণ্টা পরেই সেই তালিকায় যুক্ত হল আর একজন। তিনি হলেন দলনায়ক রোহিত শর্মা। নেটে অনুশীলনের সময় হাঁটুতে চোট লাগে রোহিতের। তবে তাঁর চোট কতটা গুরুতর তা এখও জানা যায়নি।
প্রসঙ্গত, রবিবার সকালে মেলবোর্নে ক্রিকেট গ্রাউন্ডের নেটে ভারতীয় ক্রিকেট দলের থ্রো ডাউন বিশেষজ্ঞের কাছে অনুশীলন করছিলেন হিটম্যান। সেই সময়ই আচমকা একটি বল এসে লাগে তাঁর হাঁটুতে। বল লাগার পর প্রথমে কিছুটা যন্ত্রণা সামলে নিয়ে নেটে ব্যাটিং অনুশীলন করতে থাকেন রোহিত। কিন্তু অল্প কিছুক্ষণ থাকার পরই নেট ছেড়ে বেরিয়ে গিয়ে চেয়ারে বসে পড়তে হয় তাঁকে। এমনকি চোটের জায়গায় লাগাতে হয় আইসব্যাগও। অনুশীলনের রোহিত চোট পাওয়ার পরই মেলবোর্ন টেস্টে তাঁর খেলা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, রোহিতের চোট সেইরকম গুরুতর নয়। কাজেই মেলবোর্ন টেস্টে তাঁর খেলতেও কোনও অসুবিধা হওয়ার কথা নয়।
প্রসঙ্গত, চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফিতে ইতিমধ্যেই দুটি টেস্ট খেলে ফেলেছেন হিটম্যান। কিন্তু ব্যাট হাতে কাজের কাজ কিছুই করতে পারেননি তিনি। দুই টেস্টের তিন ইনিংসে তাঁর ব্যাট থেকে মোট রান ১৯। এমন পারফরম্যান্সের কারণেই সমালোচনায় বিদ্ধও হতে হচ্ছে রোহিতকে। তাই মেলবোর্ন টেস্টে তাঁর রান পাওয়াটা একান্তই জরুরি।
এদিকে রবিবার নেটে অনুশীলনের সময় দলের প্রত্যেকেই উপস্থিত ছিলেন। অনুশীলনে বল হাতে দূরন্ত বোলিং করছিলেন সিরাজ ও আকাশদীপ। রবিবার অনুশীলন করলেও সোমবার ভারতীয় দলকে অনুশীলনে ছুটি দিয়েছেন দলের কোচ গৌতম গম্ভীর।