খেলা

৩ বছর পর ভারতের মাটিতে নামছেন নীরজ

After 3 years, Neeraj is landing on Indian soil

The Truth Of Bengal : হিরের টুকরো ছেলে নীরজের সামনে এবার পর পর বেশ কয়েকটা লক্ষ্য । হিরের সন্ধানে নীরজ চোপড়া দোহাতে নামতে চলেছেন প্রতিযোগিতায় । ১০ মে দোহা ডায়মন্ড লিগে পারফর্ম করার পর ফিরবেন দেশে । দেশে ফিরে্ই অংশ নেবেন ঘরোয়া লিগে । তিন বছর পর ভারতের মাটিতেই হতে চলেছে ফেডারেশন কাপ। আর সেই ফেডারেশন কাপে অংশ নেবেন নীরজ চোপড়া।
এশিয়ান গেমসে এর আগে জাভলিন ছুঁড়ে সোনা জিতে ছিলেন নীরজ । এবারও ফের তার নজরে লক্ষ্যমাত্রা ছোঁয়ার স্বপ্ন রয়েছে।

ভারতীয় অ্যাথলেটিক ফেডারেশনের তরফ থেকে এক্সে পোস্ট করে নীরজের অংশ নেওয়ার বিষয়টা জানানো হয়েছে , শুধুমাত্র নীরজ নামছে তা নয় পাশাপাশি কিশোর কুমার জেনাও অংশ নেবেন এই প্রতিযোগিতায় । যা ১২ মে থেকে ভুবনেশ্বরে হতে চলেছে।

এর আগে ২০২১ সালে ফেডারেশন কাপে শেষ বার অংশ নিয়েছিলেন । সেবার তিনি ৮৭.৮০ মিটার দূরত্বে ছুড়েছিলেন। টোকিও অলিম্পিকে সোনা জয়ের পাশাপাশি ২০২২ সালে ডায়মন্ড লিগেও চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ। তার সাফল্যের ঝুলিতে একাধিক পুরস্কার রয়েছে। এবারও ফের নতুন পুরস্কার উঠতে চলেছে তার হাতে। এমনটাই মনে করছেন নীরজ প্রেমীরা। তবে নীরদ চান ৯০ মিটার দূরত্বে জাভলিন ছুঁড়তে । দোহাতে যেমন তিনি সেই চেষ্টা করবেন এই দূরত্বটা দেশের মাটিতে অংশগ্রহণকারী প্রতিযোগিতাতেও চেষ্টা করবেন।

 

 

Related Articles