খেলা

ফের শুরু অ্যাফ্রো এশিয়া কাপ

Afro Asia Cup resumes

Truth Of Bengal: ক্রিক্রেটপ্রেমীদের জন্য সুখবর। দীর্ঘ দু দশক বন্ধ থাকার পর আবার শুরু হতে চলেছে অ্যাফ্রো এশিয়া কাপ। সীমিত ওভারের এই টুর্নামেন্টের আয়োজন করত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। মূলত এশিয়া ও আফ্রিকা একাদশের মধ্যে দল তৈরি করে একাধিক ম্যাচ অনুষ্ঠিত হত এই টুর্নামেন্টে। এখন কথা হচ্ছে যদি এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত হয়, তাহলে ভারত-পাকিস্তান খেলোয়াড়রা খেলবেন একই দলের হয়। অর্থ্যাৎ বিরাট-রোহিতদের সঙ্গে খেলতে দেখা যাবে রিজওয়ান-বাবর আজমদের। যা গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে দারুণ একটা সুখবর।

প্রসঙ্গত, ২০০৫ সালে এশিয়ার দলের অধিনায়কের আর্মব্যান্ড ছিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম-উল হকের হাতে। আর সেই দলের হয়েই খেলেছিলেন ভারতের রাহুল দ্রাবিড়, আশিস নেহেরার মতো তারকারা। আর ২০০৭ সালে এশিয়ার দলের হয়ে মাঠে নেমেছিলেন, লিটল মাস্টার শচিন তেন্ডুলকরের পাশাপাশি, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি, জাহির খান, হরভজন সিং, যুবরাজ সিংদের মতো ভারতীয় খেলোয়াড়রা। পাশাপাশি একই দলে ছিলেন মহম্মদ ইউসুফ, শোয়েব আখতাররাও।

উল্লেখ্য, এর আগে ২০০৫ ও ২০০৭ সালে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু তারপরই আচমকা বন্ধ হয়ে যায় এই টুর্নামেন্ট। সেবার অ্যাফ্রো এশিয়া কাপের আসর বসার কথা ছিল কেনিয়াতে। এখন দেখার শেষ পর্যন্ত আবার এই ক্রিকেট টুর্নামেন্ট চালু হয় কি না তা সময়ই বলবে।