খেলা

কোচের তালিকায় এবার নাম জড়াচ্ছে এবিডির !

ABD is joining the list of coaches!

The Truth Of Bengal : রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় কোচের দায়িত্ব কে নেবেন তা নিয়ে কম জল্পনা হয়নি, এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন এবি ডিভিলিয়ার্স। তার নামেও জল্পনা চলছে। তিনি হয়তো ভারতীয় দলের কোচ হতে পারেন । গত কয়েক দিন ধরে জল্পনা চলছে রাহুল দ্রাবিড়ের জুতোয় কে পা গলাবেন! দেশ-বিদেশের বহু কোচ এবং খেলোয়াড়ের নাম এসেছে এই তালিকায়। জাস্টিন ল্যাঙ্গার , রিকি পন্টিং থেকে এবি ডিভিলিয়ার নবতম সংযোজন। যদিও জয় শা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার কাউকে কোচের প্রস্তাব দেওয়া হয়নি। এদিকে এবিডি বলেছেন সত্যিই এ বিষয়ে তার কোন ধারণা নেই তবে কোচিং টা তিনি উপভোগ করবেন। জীবনের সঙ্গে সঙ্গে অনেক কিছু শিখতে হয় এ বিষয়টাও তিনি শিখবেন। তার কাছে প্রস্তাব গেছে কিনা তা স্পষ্ট নয়।

কিছুদিন আগে এই লড়াইয়ে নাম উঠে এসেছে ভি ভি এস লক্ষণের। জাতীয় ক্রিকেট একাডেমির প্রধানও ছিলেন তিনি । আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার । লক্ষণ যদি দায়িত্ব নিতে চান তাহলে তাকেই করা হতে পারে কোচ ।  যদিও আগেই বোর্ড সচিব জয় শা জানিয়েছেন চাইলে রাহুল দ্রাবিড় ফের আবেদন করতে পারেন।   নতুন যিনি কোচ  হবেন  তার  সঙ্গে ২০২৭  সাল পর্যন্ত চুক্তি থাকবে বলে আগেই জানিয়েছিলেন বোর্ড কর্তারা । দ্রাবিড় এবার কি করবেন সেদিকেই রয়েছে নজর  সকলের। সেই সঙ্গে নজর থাকবে এবি ডিভিলিয়ার্সের নাম যেহেতু জড়িয়েছে তিনিই শেষ পর্যন্ত কোচ হন কিনা বা তার কাছে প্রস্তাব যায় কিনা।

 

Related Articles