৬০০ উইকেট, ৬০০০ রান! অ্যান্ডারসনকে টপকে ইতিহাস গড়লেন জাদেজা
600 wickets, 6000 runs! Jadeja creates history by surpassing Anderson

Truth of Bengal: নাগপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে চার উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। ম্যাচ সেরা হয়েছেন সহঅধিনায়ক শুভমন গিল। কিন্তু এই ম্যাচের পর আলোচনায় উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। নাগপুরে তিন উইকেট পেয়েছেন তিনি। যার জেরে তিনি গড়েছেন নতুন ইতিহাস।
তিন উইকেট নিয়ে ইংল্যান্ড কিংবদন্তি জিমি অ্যান্ডারসনকেও ছাপিয়ে গিয়েছেন জাড্ডু। ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের নিরিখে কিংবদন্তি জেমস অ্যান্ডারসনকেও ছাপিয়ে গিয়েছেন ভারতের এই অলরাউন্ডার। রবীন্দ্র জাডেজা। জিমি নিয়েছিলেন ৪০ উইকেট (৩১ ম্যাচ)। নাগপুরে জো রুটের উইকেটে ৪০ পূর্ণ করেন। এরপর জেকব বেথেলকে ফিরিয়ে জিমিকে ছাপিয়ে যান। ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজে জাডেজার ঝুলিতে এখন ২৭টি ম্যাচে ৪২ উইকেট।
এখানেই অবশ্য জাদেজার কীর্তির শেষ নয়, বৃহস্পতিবার তিনি আন্তর্জাতিক ম্যাচের ৬০০তম উইকেটটি দখল করেছেন। তিনি হলেন পঞ্চম ভারতীয় বোলার, যে এই কৃতিত্বের অধিকারী। অন্যরা হলেন, অনিল কুম্বলে, কপিল দেব, হরভজন সিং ও রবিচন্দ্রন অশ্বিন। জাদেজাই হলেন একমাত্র ভারতীয় বোলার যাঁর ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট ও ছ’হাজার রান।