শ্রীসন্তকে কি ফিক্সার বলেছিলেন গৌতম গম্ভীর? কি রিপোর্ট জমা দিলেন ম্যাচ রেফারি?

গৌতম গম্ভীর ও শ্রীসন্থের মধ্যে যে বিতর্কের সূত্রপাত হয়েছে তা ক্রিকেট মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দু’জনেই ভারতের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার। গম্ভীর ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জিততে নেতৃত্ব দেন, অন্যদিকে শ্রীসন্থ ভারতের হয়ে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
লেজেন্ডস লিগে ইন্ডিয়া ক্যাপিটালস বনাম গুজরাত জায়ান্টসের ম্যাচের সময় এই বিতর্কের সূত্রপাত হয়। ম্যাচের এক পর্যায়ে গম্ভীর শ্রীসন্থের একটি ওভারে পর পর চার ও ছয় মারেন। তখন শ্রীসন্থের সঙ্গে তাঁর কড়া চোখে তাকিয়ে থাকার দৃশ্য দেখা যায়। পরের বলটি ফিল্ডারের কাছে যায়। তখনই শ্রীসন্থ গম্ভীরকে কিছু একটা বলেন। তার পাল্টা দেন গম্ভীরও। বিষয়টি আয়ত্তের বাইরে চলে যাওয়ার আগেই দু’দলের ক্রিকেটার এবং আম্পায়ারেরা এসে দুই ক্রিকেটারকে আলাদা করে দেন।
ম্যাচের পরে শ্রীসন্থ ও গম্ভীর দু’জনেই নিজেদের অবস্থান থেকে বিতর্কের কথা স্বীকার করেন। শ্রীসন্থ বলেন, “গম্ভীর এমন একজন যে কোনও কারণ ছাড়াই সব সময় ঝগড়া করে। বীরু ভাইয়ের মতো বয়স্ক ক্রিকেটারদেরও সম্মান করে না। আজও ঠিক সেটাই হয়েছে। কোনও ইন্ধন ছাড়াই আমাকে একটানা কিছু বলে যাচ্ছিল যেটা খুব খারাপ। গৌতম গম্ভীরের মতো মানুষের মুখ থেকে সেটা আশা করা যায় না।”
গম্ভীর বলেন, “যখন গোটা দুনিয়া দৃশ্যমান হয় তখন হাসুন।” এই কথার অর্থ অনেকে বুঝেছেন যে, গম্ভীর শ্রীসন্থের বিতর্ককে গুরুত্ব দেন না। তবে শ্রীসন্ত এমন দাবি করলেও, ম্যাচের আম্পায়ার কিংবা রেফারি কারোর রিপোর্টেই এমন কোন ঘটনার উল্লেখ নেই।