পিছিয়ে পড়েও ডার্বি জয় এসি মিলানের
AC Milan won the Super Cup trophy after winning the derby despite falling behind

Truth Of Bengal : গত তিন বছর ধরে ইতালিয়ান সুপারকোপা যেন নিজেদের ট্রফিই মনে করেছিল ইন্টার মিলান। কিন্তু এবার আর তা হল না। সোমবারের মিলান ডার্বিতে এসি মিলানের কাছে হারতে হল ইন্টারকে। অবশ্য ম্যাচের প্রথমে ২ গোলে এগিয়ে ছিল এসি মিলান। তবুও শেষ রক্ষা হল না তাদের। দ্বিতীয়ার্ধে দূরন্ত কামব্যাক করে জ্বলে উঠল এসি মিলান। এবং ৩-২ গোলের ব্যবধানে ম্যাচ জিতে ইতালিয়ান সুপার কাপ ট্রফি ঘরে তুলে নিল তারা।
অথচ ম্যাচের আগে এই ম্যাচে যে এসি মিলান শেষ পর্যন্ত বাজিমাত করতে পারে তা হয়ত অতি বড় এসি মিলান সমর্থকও কল্পনা করতে পারেননি। কেননা এই ডার্বিতে শক্তির বিচারে এসি মিলানের থেকে বেশ কয়েক কদম এগিয়েই ছিল ইন্টার মিলান। ম্যাচের ৫১ মিনিট অবধি তার প্রমাণও রেখেছিল তারা। কিন্তু এরপরই যেন ঘটে গেল ছন্দপতন।
আল-আওয়াল পার্কে আয়োজিত এই ডার্বি ম্যাচে ৪৬ মিনিটে প্রথম ইন্টারকে এগিয়ে দেন আর্জেন্টিনার অন্যতম তারকা ফুটবলার লাওতারো মার্টিনেজ। মিনিট দুই যেতে না যেতেই ফের ইন্টারকে এগিয়ে দেন মেহেদি তারেমি।
ঘড়ির কাঁটায় ম্যাচের বয়স তখন ৫২ মিনিট। এসি মিলানের হয়ে থিও হেমানডেজ প্রথম গোল করে স্কোরশিটে নাম তুললেন। এরপর দ্বিতীয় গোলটি এল ৮০ মিনিটে। এবার গোল পিউলিসিচের। ম্যাচের অতিরিক্ত সময়ে এসে ইন্টারের কফিনে শেষ পেঁরেকটি পুঁতে দেন আব্রাহাম।
মাত্র দিন কয়েক আগে এসি মিলানের দায়িত্ব নিয়েছেন সার্জিও কনসেইসাও। শিরোপা জয় করার পর তিনি বলেন, ‘পিছিয়ে পড়েও দল যেভাবে ম্যাচে ফিরে জয় তুলে নিল তা এক কথায় দারুণ। কোচ হিসাবে দলের খেলায় আমি খুশি। এরপর আমাদের পরবর্তী লক্ষ্য সিরিএ-তে ভাল ফল করা।’