রাজনীতি

হোয়াটস অ্যাপ চ্যানেলেও আত্মপ্রকাশ মমতা ও অভিষেকের সমস্ত আপডেট মিলবে দুটি চ্যানেলে

Whatsapp channel

The Truth of Bengal: টেলিগ্রামের মতো, নয় ফিচার নিয়ে এসেছে হোয়াটস অ্যাপ। তৈরি করা যাচ্ছে চ্যানেল। আর এই নতুন ফিচার বাজারে আসতেই শুরু হয়েছে নতুন জনপ্রিয়তা। রাজনৈতিক, নেতা, খেলোয়ার থেকে ফিল্ম দুনিয়ার সেলেবরা খুলে ফেলেছেন একটি করে চ্যানেল, রাতারাতি বাড়ছে ফলোয়ারও। পিছিয়ে নেই তৃণমূল।হোয়াটস অ্যাপ চ্যানেল খোলা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সরব ভারতীর সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির। এবার থেকে নিয়মিত সমস্ত কর্মসূচির আপডেট মিলবে চ্যানেলগুলোতে।

দেখা গিয়েছে, চ্যানেল খোলার কয়েক ঘন্টার মধ্যে ফলোয়ার বেড়েছে লাফিয়ে লাফিয়ে। মনে করা হচ্ছে, কিছু দিনের মধ্যে কয়েক লাখ ফলোয়ার পার করে যাবে।২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগে জনসংযোগে জোর দিতে চাইছে প্রত্যেকটি দল। বর্তমানে যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় হাতিয়ার হোয়াটস অ্যাপ। আর সেখানেই নতুন ফিচার যুক্ত হওয়ায়, প্রত্যেকে সুফল নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে জোর কদমে নামছে তৃণমূল। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, কেন্দ্রের কাছ থেকে বকেয়া আদেয়া লাগাতার সুর চড়িয়েছে মমতা-অভিষেক। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে দিল্লি ধরনা কর্মসূচি রয়েছে। তারমধ্যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে মমতা-অভিষেকের আগমণ রাজনৈতিক মহলে এক নতুন মাত্রা যোগ করেছে।

Free Access

Related Articles