কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, কে হচ্ছেন প্রার্থী?
Trinamool announces candidates for Kaliganj assembly by-election, who will be the candidate?

Truth of Bengal: কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস । তৃণমূল কংগ্রেসের হয়ে এই কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করবেন আলিফা আহমেদ। আগামী ১৯ জুন বৃহস্পতিবার এই বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। ফলাফল ঘোষণা হবে ২৩ জুন। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী নামানোর কথা আগে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত।
কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, কে হচ্ছেন প্রার্থী? pic.twitter.com/a9dE2p6ItN
— TOB DIGITAL (@DigitalTob) May 27, 2025
এই কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের হয়ে কে প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়ে চর্চা চলছিল। সবার প্রথমে রাজ্যের শাসক দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করল। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই দলীয় প্রচার শুরু হয়ে গিয়েছে নদিয়ার কালীগঞ্জে। সবার প্রথমে প্রার্থীর নাম ঘোষণা করে চমক দিল রাজ্যের শাসক দল। কত ফেব্রুয়ারি মাসে এই কেন্দ্রের বিধায়ক নাসির উদ্দিন আহমেদ প্রয়াত হন। তাঁর ওই শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ৫৩.৩৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন নাসির উদ্দিন আহমেদ। বিজেপি পেয়েছিল ৩০.৯ ১ শতাংশ ভোট। রাজ্যে শাসকদল এই কেন্দ্রীয় থেকে পুনরায় তাদের প্রার্থীকে জিতিয়ে আনার ক্ষেত্রে আশাবাদী বলে জানিয়েছে।