বাংলায় আসন-পূর্বাভাসে ভিন্ন মতে টানাপোড়েন বিজেপির অন্দরে, বাড়ছে চাপ
There is tension within the BJP over the seat-forecast in Bengal

The Truth of Bengal: বাংলাকে আবারও পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। বারবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী সহ দিল্লির বড় নেতারা। ২০১৯ সালের মতো এবারও কি বিজেপি ভাল সাফল্য পাবে এই রাজ্যে? এমন প্রশ্নে বিজেপির মতান্তর দেখা দিচ্ছে। গত ২ মার্চ কৃষ্ণনগরের সভায় নরেন্দ্র মোদি দাবি করছেন, বাংলায় ৪২ আসনেই পদ্ম ফুটবে। অথচ তাঁর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন বাংলায় এবার ৩৫টি আসন পাবে বিজেপি। আগে অমিত শাহ যে দাবি করেছিলেন, এখন সেই দাবি থেকে সরে এসেছেন তিনি।
বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ‘বাংলা থেকে বিজেপি এবার অন্তত ২৫ আসন পাবেই।’ আর এখানেই উঠছে প্রশ্ন। একদিকে ৪২টি আসনেই জয়ের কথা বলছেন প্রধানমন্ত্রী, তখন অন্যদিকে নিজের দাবি থেকে সরে এসে আসন সংখ্যা ২৫ করে দিচ্ছেন অমিত শাহ। দলের দুই শীর্ষ নেতার দুই রকম দাবি ঘিরে বিজেপির অন্দরে টানাপোড়েন শুরু হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, এখন বঙ্গ বিজেপির সংগঠনের যা হাল তাতে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের আসন-পূর্বাভাসে বিস্তর ফারাক হয়ে যাচ্ছে।
২০১৯ সালে বঙ্গ বিজেপিকে ২২টি আসন জয়ের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন অমিত শাহ। সেবার বিজেপি ১৮টি আসন জিতেছিল। এবার প্রথম থেকে ৩৫ আসন জয়ের টার্গেট দেওয়া হয় রাজ্য বিজেপিকে। গত বছর এপ্রিল মাসে বীরভূমের প্রকাশ্য সভায় এবং ডিসেম্বরে কলকাতার কর্মিসভায় অমিত শাহ রাজ্য নেতৃত্বকে জানান, বাংলা থেকে বিজেপিকে ৩৫-টির বেশি আসন জিততে হবে। এবার সেই অমিত শাহ জানাচ্ছেন বাংলা থেকে বিজেপি অন্তত ২৫টি আসন জিতবে। স্বভাবতই এই ভিন্ন ভিন্ন দাবিতে টানাপোড়েন চলছে রাজ্য বিজেপির অন্দরে। লোকসভা ভোটের আগে যা চাপ বাড়াচ্ছে রাজ্য বিজেপিকে।