রাজনীতিরাজ্যের খবর

শৃঙ্খলাহীন বিজেপির রাশ কার হাতে থাকবে তাই নিয়ে দিলীপ-সুকান্ত গোষ্ঠী গৃহযুদ্ধে নেমেছে

The Dilip-Sukant clan is in a civil war over who will hold the reins of the undisciplined BJP

The Truth Of Bengal : বিধানসভা ভোটের পর ভোটব্যাঙ্কে যখন ধস নামছে,তখন রাজ্য বিজেপিতে যেন মুষল পর্ব শুরু হয়েছে। বিধায়করা দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। ৭৭থেকে বিধায়ক সংখ্যা ৭০-র কাছে নেমে এসেছে,তখন  যুযুধান শিবির যেন বাক্যবাণে পরস্পরকে তাক করছে। ক্ষমতাসীন গোষ্ঠীর নেতাদেরও নিশানা করতে ছাড়ছেন না বিদ্রোহীরা।বীরভূমের নেতাও কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা সরাসরি তোপ দাগেন সুকান্ত মজুমদারকে। রাজ্য সভাপতিকে অনুপম বাণ,পারলে চব্বিশে জিতে দেখান তিনি।

এরপরই অভিযোগ, বুধবার অনুপম হাজরার খয়রাশোলের মঞ্চ ভেঙে দেয় তাঁর বিরোধীরা।তবুও তিনি অনড়-অটল,বিদ্রোহের সুর চড়াতে।এরমাঝে সুকান্ত মজুমদার পাল্টা হুঁশিয়ারি দেন,বিদ্রোহীকে সময়ে শাস্তি দেওয়া হবে।কিন্তু, ৪৮ঘন্টা পেরিয়ে গেলেও অনুপম হাজরার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব।আর গোষ্ঠী বিন্যাসের হিসেব কষতে থাকা দিলীপ ঘোষ আবার অনুপমের কথা শোনার পরামর্শ দিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন।তাতে যেন বাড়তি ইন্ধন পেয়েছেন অনুপম।

 অনুপমের বিরুদ্ধে বোলপুরে পোস্টার পরায় বীরভূম জেলা সভাপতি থেকে রাজ্যের  ক্ষমতাসীন গোষ্ঠীর নেতাদের তিনি যে রেয়াত করবেন না তাও চড়া সুরে জানিয়ে দিয়েছেন।গৃহযুদ্ধের সিঁদুরে মেঘ উত্তরবঙ্গেও প্রকট।শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ওবিসি মোর্চার নেতা দিলীপ রায়।দিলীপ অগ্নিবাণ| ধূপগু়ড়ির হার বুঝিয়ে দিয়েছে রাজবংশী ভোট সরছে বিজেপি থেকে।এখন ওবিসি ভোটও সরে গেলে লোকসভায় উনিশের মতো আসন আর বিজেপি পাবে না।তাই পর্যবেক্ষকরা বলছেন,চব্বিশের লোকসভার আগে বাংলাজুড়ে বিদ্রোহের চক্রব্যুহে আটকে পড়ে বিজেপিতে ডামাডোল বাড়ছে।

 

FREE ACCESS

 

Related Articles