কেন্দ্রীয় প্রকল্পে গেরুয়া রং নিয়ে তোপ, কেন্দ্রের সমালোচনায় মুখ্যমন্ত্রী
The Chief Minister criticized the Centre

The Truth of Bengal: আবাস যোজনা নিয়ে ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ জয়নগরের প্রশাসনিক সভা থেকে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখায় সরব হন। সভায় মুখ্যমন্ত্রী বলেন, ২০১১ সাল থেকে পঞ্চায়েত এবং পুর এলাকা মিলিয়ে ৫০ লক্ষ মানুষের বাড়ি তৈরি করে দিয়েছি আমরা।
কেন্দ্রের কাছ থেকে শুধুমাত্র গৃহ প্রকল্পেই এখনও পর্যন্ত ২৯ হাজার কোটি টাকা পাই। তাই আবেদন করেও এখনও অনেকে বাড়ি পাননি। এরা নির্বাচনের সময় শুধু ভোট করতে আসে। ধর্মে ধর্মে ভেদাভেদ ঘটাতে আসে এখানে। তার পর বাংলাকে তার প্রাপ্য টাকা দেয় না। এরপর তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথা বলে মেটাবেন। ওরা টাকা দেয় না তাও লজ্জা নেই। বলে সব গেরুয়া করতে হবে। আমি কোনও দলীয় লোগো লাগাতে বাধ্য নই।
গভর্নমেন্ট অব ইন্ডিয়ার লোগো লাগাতে বাধ্য। আবাস যোজনার বকেয়া আবেদন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র টাকা দেয়নি বলেই বহু মানুষের আবেদন পড়ে রয়েছে। যেদিন টাকা হাতে আসবে, তখন সব করে দেবেন বলে আশ্বাস দেন। মানুষকে তাঁর ওপর ভরসা রাখতে বলেন মুখ্যমন্ত্রী। নিজের চালু করা নানা প্রকল্প সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, লক্ষ্মীর ভাণ্ডার, স্মার্ট কার্ড, কৃষকবন্ধু, বিনামূল্যে রেশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, আজও তার সুফল পাচ্ছেন বাংলার মানুষ। মানুষের বিপদে আপদে সবসময় তাঁকে পাশে পাওয়া যায়।