রাজনীতি

সংসদে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও এক  

Parliament Arrested

The Truth of Bengal: সংসদে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জন। শনিবার দিল্লি পুলিশ ষষ্ঠ অভিযুক্ত মহেশ কুমাওয়াতকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার নয়া দিল্লির পুলিশ স্টেশনে মূল অভিযুক্ত ললিত ঝায়ের সঙ্গে আত্মসমর্পণ করেছিলেন মহেশ। সেই সময় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রায় দেড়দিন জিজ্ঞাসাবাদের পর, শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মহেশ রাজস্থানের বাসিন্দা। ১৩ ডিসেম্বর সংসদে স্মোক ক্যান নিয়ে তাণ্ডবের ঘটনার সময় ভিতরে মহেশ ছিলেন না।

তবে পরবর্তীতে প্রমাণ লোপাটের জন্য মোবাইল ফোন পুড়িয়ে দেন তাঁরা। মোবাইল ফোন পুড়িয়ে ফেলার সময় ললিতকে সাহায্য করেছিলেন মহেশ। অপরদিকে, বৃহস্পতিবারের পর শুক্রবারও ভণ্ডুল হয়ে গেল সংসদের দুই কক্ষের সভা। লোকসভায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রতিবাদে লোকসভা এবং রাজ্যসভায় পোষ্টার হাতে নিয়ে বিক্ষোভ করতে থাকেন ইন্ডিয়া শিবিরের সাংসদরা। ১১টায় সভা শুরু হওয়ার পরেই প্রথমে ২টো পর্যন্ত এবং তারপর সোমবার পর্যন্ত সভা মুলতুবি করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর।

রাজ্যসভায় চেয়ারম্যানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন আপ সাংসদ রাঘব চাড্ডা। তাঁকে হাতের ভঙ্গি ছেড়ে শুধুমাত্র নিজের বক্তব্য পেশ করার নির্দেশ দেন চেয়ারম্যান। লোকসভায় নিরাপত্তায় বিঘ্নিত হওয়া নিয়ে বৃহস্পতিবার সভাকক্ষে বিক্ষোভ করায় লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ১৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। শনিবার সকালে তার প্রতিবাদে হাতে পোষ্টার নিয়ে সংসদ ভবন চত্ত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে ইন্ডিয়া শিবির।

Related Articles