বিহারে আস্থাভোটের আগে নিখোঁজ ১২জন আরজেডি বিধায়ক, অপারেশন লোটাস ছক
12 RJD MLAs missing before the trust vote in Bihar, the anti-BJP camp claims Operation Lotus .

The Truth Of Bengal: আবারও বিজেপির দল ভাঙানোর চেষ্টা। বিহারে আস্থাভোটের আগে ১২জন আরজেডি বিধায়ক নিখোঁজ। অপারেশন লোটাসের ছক বিহারে বলেই মনে করছে বিজেপি বিরোধী শিবির।
১২ফেব্রুয়ারি বিহারে আস্থাভোট। এই আস্থাভোটে বিহারের জেডিইউ-বিজেপি জোট সরকারকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়িছিলেন লালুপুত্র তেজস্বী যাদব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই বলেছিলেন, ‘খেলা বাকি হ্যায়’। অথচ আস্থাভোটের আগেই তেজস্বীর ঘরে ভাঙন! অন্তত বর্তমান পরিস্থিতি দেখে এমনটাই বলছে রাজনৈতিক মহল। কারণ আস্থাভটের আগেই দল ভাঙানোর চেষ্টা বিজেপির। এবার নিখোঁজ আরজেডি বিধায়করা।তবে এ বিষয়ে আরজেডির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে পাটনায়।
প্রসঙ্গত, ২৪৩ আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। আস্থাভোটে সহজ জয়ের বিষয় আত্মবিশ্বাসী বিজেপি-জেডিইউ। কারণ বিজেপির হাতে রয়েছে ৭৮ আসন, জেডিইউ-র ঝুলিতে ৪৫ আসন। তাদের জোটসঙ্গী হামের দখলে রয়েছে ৪ আসন। অর্থাৎ বিজেপি জোটে কাছে আছে ১২৭টি বিধায়কের সমর্থন। যা প্রয়োজেনর চেয়ে ৫ বেশি। পাশাপাশি, বিহারের আরজেডি জিতেছিল ৭৯ আসনে। কংগ্রেস পেয়েছিল ১৯ আসন। সিপিএম ও সিপিআই জিতেছিল ২ টি করে আসনে। ফলে তাদের হাতে মোট ১০২টি আসন রয়েছে। ফলে সর্বশক্তি নিয়ে ঝাঁপালেও তারা আস্থাভোটে জয় নিয়ে চাপে আরজেডি। আস্থাভোটের আগে বিহারেও অপারেশন লোটাসের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। এর মধ্যে যদি ওই ১২ বিধায়ক শিবির বদল করে তবে এবার ব্যপক চাপে পড়তে পারেন তেজস্বী যাদব।