দেশরাজনীতি

রাজস্থানেও নতুন মুখ, বসুন্ধরা রাজেকে সরিয়ে নয়া মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা

Rajsthan new CM announcement BJP

The Truth of Bengal: ছত্তিসগড় ও মধ্যপ্রদেশের পর এবার রাজস্থান। আবার নতুন মুখে ভরসা রাখল বিজেপি। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ভাগ্যে শিকে ছিঁড়ল না। নতুন মুখ্যমন্ত্রী হলেন ভজনলাল শর্মা। মঙ্গলবার জয়পুরের সর্দার পটেল মার্গে বিজেপির রাজ্য দফতরে বিজেপি বিধায়কদের বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ভজনলাল শর্মাকে বেছে নেওয়া হয়। তাঁর নাম ঘোষণা করেন তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক। এই প্রথম বিধানসভা নির্বাচনে জিতেছেন ভজনলাল শর্মা। প্রথমবারের বিধায়কের ওপর ভরসা রাখল বিজেপি নেতৃত্ব।

ভজনলাল সঙ্ঘ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। তাঁকে মুখ্যমন্ত্রী করার পাশাপাশি রাজস্থানে দুই উপমুখ্যমন্ত্রী করেছে বিজেপি। একজন জয়পুর রাজ পরিবারের সদস্যা তথা বিদ্যাধরনগরের বিধায়ক দীয়া কুমারি। অন্যজন ডুডু কেন্দ্রের বিধায়ক তথা অনগ্রসর নেতা প্রেমচাঁদ বৈরওয়া। দাবিদার অনেক থাকলেও সবাইকে চমকে দিয়ে সোমবার মধ্যপ্রদেশে অনামী বিধায়ক মোহন যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক করা হয়। নতুন মুখ সামনে এনে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পর্ব অতীত করে দেওয়া হয়। অন্যদিকে, ছত্তিশগড়েও নতুন মুখ বিষ্ণুদেও সাই-কে মুখ্যমন্ত্রী করে বিজেপি।

মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঠিক করতে রাজ্যে আসে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। গত রবিবার ঘোষিত হয় বিষ্ণুদেও সাইয়ের নাম। ঝুলে ছিল রাজস্থান। অবশেষে মঙ্গলবার বৈঠকের পর মুখ্যমন্ত্রী চূড়ান্ত করে ফেলল বিজেপি। বসুন্ধরা রাজের ওপর কোপ পড়েছে। ফলে দলের মধ্যে এবার বিদ্রোহ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যা আসন্ন লোকসভা নির্বাচনে বড় মাথাব্যথার কারণ হতে পারে বিজেপির কাছে। সেই দিকটি এবার মাথায় রাখতে হচ্ছে বিজেপিকে। তবে এখন অনেক দাবিদার থাকলেও কাউকে মুখ্যমন্ত্রী পদে না বসিয়ে নতুন মুখে ভরসা রাখল বিজেপি।

Free Access

Related Articles