রাজনীতি

দেশ থেকে ঘৃণার রাজনীতি দূর করতে মোদীকে হারাতে হবে: রাহুল গান্ধি

Rahul Gandhi comment on Narendra Modi

The Truth of Bengal: কংগ্রেস নেতা রাহুল গান্ধি মঙ্গলবার বিজেপিকে আক্রমণ করে বলেন, দেশ থেকে ঘৃণার রাজনীতি দূর করতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারাতে হবে। তিনি বলেন, ভালবাসার দোকান খুলতে বেরিয়েছেন তিনি। মোদীকে হারাতে দেশজুড়ে ‘ভারত জোড়ো যাত্রা’ করেছেন তিনি। রাহুলের মতে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে ২৪টি মামলা দায়ের হয়েছে।

আদালতের পক্ষ থেকে বহু সমন তাকে পাঠানো হয়েছে। দুবছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ, সাংসদ পদ খারিজ সহ নানা বাধার সামনে পড়তে হয়েছে। কিন্তু এতকিছুর পরও নিজের জায়গা থেকে সরে আসিনি। তিনি বলেন, বিজেপি প্রতিটি বিরোধী রাজ্যে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়েছে। কিন্তু এতকিছুর পরও তারা নিজেদের স্বার্থপূরণ করতে পারছে না। দেশের মানুষ প্রতিটি ভোটে বিজেপিকে পরাজিত করেছে।

দেশে যে ঘৃণার রাজনীতি চলছে তার অপসারণ করতে হলে অবিলম্বে মোদী সরকারকে হঠাতে হবে। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হলেই বিজেপি আরও কোণঠাসা হবে। আগামী বছরের লোকসভা নির্বাচনের প্রস্তুতি প্রতিটি দল এখন থেকেই শুরু করেছে। কোনও আপোষ নয়, বিজেপিকে কেন্দ্র থেকে সরিয়ে দিলেই ঘৃণার রাজনীতির শেষ হবে।

Free Access

Related Articles