রাজনীতি

সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগের সিদ্ধান্ত মোদি সরকারের

Modi government's decision to invest in semiconductor industry

The Truth Of Bengal : ‘ আত্মনির্ভর ‘ ভারত গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে কেন্দ্রের সরকার। তার বহিঃপ্রকাশও একাধিকবার দেখা গিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে। আর এবার বৃহস্পতিবার গুজরাট এবং অসমে তিনটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব অনুমোদনের মাধ্যমে যেন সেই ধারণা আরও প্রকট হল। বৃহষ্পতিবার কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন- ” ৩টি ইউনিট তৈরির কাজ আগামী ১০০ দিনের মধ্যেই শুরু হতে চলেছে “।

এদিন দেশের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। আর সেই বৈঠকেই সেমিকন্ডাক্টর চিপ তৈরি এবং সৌর প্রকল্প নিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে, জানা গেছে, টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড তাইওয়ানের PSMC-এর সঙ্গে কোলাবোরেশনে একটি সেমিকন্ডাক্টর হাব স্থাপন করতে চলেছে। বৈঠকের পর জানা গেছে, গুজরাটের ধোলেরায় এই প্ল্যান্ট তৈরি হতে চলেছে।

পাশাপাশি, এতে বিনিয়োগ করা অঙ্কের পরিমাণ ৯১ হাজার কোটি টাকা। অপরদিকে, সরকারের তরফে বলা হয়েছে, অসমের মরিগাঁওয়তেও আরও একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হওয়ার কথা রয়েছে। অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে একই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও। সব মিলিয়ে, বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত ভারতের দেশের ক্ষেত্রে ইতিবাচক হতে চলেছে, এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Free Access

Related Articles