দিল্লিতে মোদি-মমতা বৈঠক, ফের রাজ্যের প্রাপ্য বকেয়া মেটানোর দাবি জানাবেন মুখ্যমন্ত্রী
Mamata and Modi will meet on 20 december

The Truth of Bengal: এবার কি কাটবে জট? বাংলা পাবে বকেয়া প্রাপ্য? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। রাজ্যের প্রাপ্য বকেয়া মেটানোর দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ ডিসেম্বর সকাল ১১টায় দিল্লিতে দু’জনের বৈঠকে হতে চলেছে বলে জানা যাচ্ছে। INDIA জোটের বৈঠকে যোগ দিতে চলতি মাসের শেষে দিল্লিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখে করবেন মুখ্যমন্ত্রী। বাংলার বকেয়া মেটানোর দাবি করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
সংসদে অধিবেশন চলাকালীন গত মঙ্গলবার তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গিরিরাজ সিং তাঁকে প্রস্তাব দেন বকেয়া ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি বৈঠকের বন্দোবস্ত করার। সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কথা সংবাদ মাধ্যমে জানানোর পর গিরিরাজ সিং সেই প্রস্তাবের কথা অস্বীকার করেন। যা নিয়ে বেশ বিতর্ক হয়।
অবশেষে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক হতে চলেছে বলে জানা যাচ্ছে। রাজ্যের বকেয়া নিয়ে সমাধান সূত্র বের হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ১০০ দিনের প্রকল্পের কাজ করে এখনও পারিশ্রমিক পাননি রাজ্যের শ্রমিকরা। কয়েক হাজার কোটি টাকা বকেয়া আছে। বারবার সেই টাকা চেয়ে কেন্দ্রের কাছে অনুরোধ করে রাজ্য। তাও সাড়া দেয়নি কেন্দ্র। এবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠকে সমাধান সূত্র মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
Free Access