রাজনীতি

‘জয় বাংলা একটা অসুখের নাম’, তৃণমূলকে কটাক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

'Joy Bangla is the name of a disease', Abhijit Gangopadhyay taunts Trinamool

The Truth of Bengal: লোকসভায় শপথ নেওয়ার সময় বাংলার তৃণমূল সাংসদরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। দলের প্রায় সব সাংসদ ‘জয় হিন্দ’ বলার পাশাপাশি ‘জয় বাংলা’ বলেন। এবার সেই স্লোগান নিয়ে কটাক্ষ করলেন নব নির্বাচিত বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কয়েকজন বিজেপি সাংসদকে পাশে নিয়ে অভিজিৎ বলেন, ‘জয় বাংলা একটা অসুখের নাম। যখন আমরা ছোট ছিলাম তখন চোখে একটা বিশেষ ধরনের রোগ হতো। যাকে বলা হত, জয় বাংলা। নিমফল দিয়ে চোখ ঠিক করতে হতো। তখনই জয় বাংলা নামটা তৈরি হয়। ওদের হয়তো চোখ দিয়ে জল পড়ার সময় এসেছে, তাই জয় বাংলা, জয় বাংলা বলছে।‘

শুধু লোকসভা নয়, বিধানসভায়ও বিধায়করা শপথ নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন। বাংলার মহিমা তুলে ধরার জন্য ‘জয় বাংলা’ পরিচিত স্লোগান। এবার সেই স্লোগান নিয়ে কটাক্ষ করলেন তমলুক থেকে নির্বাচিত বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাই কোর্টের বিচারপতি পদ থেকে অব্যাহতি নিয়ে নিয়ে বিজেপির টিকিটে তিনি ভোটে লড়েন। সেখানে তিনি হারান তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। ভোটে লড়ার সময় থেকে তিনি নানা বিতর্কিত কথা বলতে থাকেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে একাধিকারবার কুরুচিকর বক্তব্য রাখেন। তাঁকে শোকজ করেছিল নির্বাচন কমিশন।

সেই অভিজিৎ আবারও ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে কটাক্ষ করলেন। অভিজিৎ বোঝাতে চেয়েছেন, আগামীদিনে তৃণমূলের খারাপ সময় আসতে চলেছে। তাই ওরা জয় বাংলা বলে চিৎকার করছে। বিজেপির পরিচিত স্লোগান ‘জয় শ্রীরাম’। পদ্মশিবিরের জয় শ্রীরামের জবাবে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চল শুরু হয় গত বিধানসভা ভোটের সময় থেকে। তৃণমূলের এই স্লোগান নিয়ে বিজেপি নানা সময়ে নানা ভাবে কটাক্ষ করেছে। এবার তির্যক মন্তব্য করতে দেখা গেল কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ত্থ সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।

Related Articles