রাজনীতি
Trending

৩৬ ঘন্টার বেশি সময় পার, হেমন্তের পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন

Jharkhand Chief Minister Champai Soren after Hemant

The Truth Of Bengal : ৩৬ ঘন্টার বেশি সময় পর, মুখ্যমন্ত্রী পেল ঝাড়খণ্ড। মুখ্যমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নিলেন চম্পাই সোরেন। তাতে প্রাথমিক ভাবে সে রাজ্যের টালবাহানার অবসান বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বুধবার রাতে হেমন্ত সোরেন গ্রেপ্তার হওয়ার পরই থেকে ঝাড়খণ্ডের রাজনীতিতে সাসপেন্স শুরু হয়। হেমন্তের জায়গায় চম্পাইকে নেতা হিসাবে বেছে নেয় জেএমএম। বুধবার রাতেই চম্পাই রাজভবনে গিয়ে সরকার গড়ার দাবি জানিয়ে আসেন। বিধায়কদের সমর্থনের চিঠিও জমা দেন। কিন্তু রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণে গড়িমসিতে বৃহস্পতিবার তাঁর শপথ নেওয়া হয়নি।

এর মধ্যে আবার শোনা যায় বিজেপি অপারেশন লোটাস চালানোর চেষ্টা করছে। জেএমএমের চার বিধায়ক এর মধ্যে নিখোঁজও হয়ে যান। এদিকে রাজ্যপাল সরকার গঠনের আহ্বান না জানানোয় চম্পাই রাতে তাঁর শিবিরের বিধায়কদের তেলেঙ্গানায় পাঠানোর সিদ্ধান্ত নেন। কিন্তু দৃশ‌্যমানতা কম থাকার অজুহাত দেখিয়ে উড়ান বাতিল করা হয়। এরপর বেশি রাতে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণ চম্পাইকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে আমন্ত্রণ জানান। সেই মতোই এদিন শপথ নিলেন চম্পাই। দশদিনের মধ্যে তাঁকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলা হয়েছে।

এদিন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন একজন কংগ্রেসের ও একজন আরজেডির বিধায়ক। রাজনৈতিক মহলের আশঙ্কা, চম্পাই শুক্রবার শপথ নেওয়ার পরেও গেরুয়া শিবির ঘোড়া কেনাবেচার চেষ্টা চালিয়ে যাবে। সেক্ষেত্রে বিধানসভায় আস্থাভোটে চম্পাইকে পরাস্ত করে বিজেপি সরকার গঠনের দিকে যেতে পারে। যদিও চম্পাই শিবিরের দাবি সরকারে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনও সংশয় নেই। তাঁদের হাতে অন্তত ৪৭ জন বিধায়কের সমর্থন রয়েছে।

Free Access

 

Related Articles