আদর্শ ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিয়ে খুশি ভোটাররা

Truth of Bengal: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে মেদিনীপুর শহরের অবস্থিত মিশন গার্লস বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়। পাশাপাশি সম্পূর্ণ ভাবে বুথটি পরিচালনায় প্রশাসনিক ও কেন্দ্রীয় বাহিনীর মহিলা আধিকারিকেরা দায়িত্বে ছিলেন । নির্বাচন কমিশনারের পক্ষ থেকে মিশন গার্লস বিদ্যালয়টিকে আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র করে তোলায় খুশি উক্ত ভোট কেন্দ্রের ভোটাররা। উক্ত ভোট কেন্দ্রের ভোটাররা জানিয়েছেন, খুব সুস্থ সুন্দরভাবে এক নির্মল পরিবেশের মধ্য দিয়ে এই আদর্শ ভোট কেন্দ্রে ভোট দিয়েছি। আমরা খুশি যে, আমাদের ভোটকেন্দ্রকে নির্বাচন কমিশন আদর্শ ভোট কেন্দ্র হিসেবে তুলে ধরেছে। ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ১৭৬ এবং ১৭৭ দুটি ভোট কক্ষ। ভোট কক্ষের বাইরে পানীয় জল, চিকিৎসা পরিষেবার ব্যবস্থা, বসার জন্য বেলুন দিয়ে সাজিয়ে তোলা সুসজ্জিত প্যান্ডেল। তাই এলাকার ভোটাররা খুশি নির্বাচন কমিশনারের এই পদক্ষেপে।
বুধবার মোটের ওপর নির্বিঘ্নেই ভোট মিটল ৬কেন্দ্রের। কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি দেখা যায়।এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৬৯.২৯শতাংশ। শান্তিপূর্ণভাবে ভোটের জন্য মোতায়েন করা হয় ১০৮কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ ওঠে। হাড়োয়ায় ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। সদরপুরে বিজেপি কর্মী উত্তেজনা সৃষ্টি করলে পুলিস কোনওমতে অবস্থা সামাল দেয়।