রাজনীতিরাজ্যের খবর

“আমি কোনও ইস্তফা দিইনি,”ঃ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

"I have not resigned," says Sayantika Banerjee

The Truth Of Bengal: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিরোধীরা ভুয়ো প্রচার করতে শুরু করেছিল। তাদের সব জল্পনায় জল ঢেলে দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিভ্রান্তি কাটিয়ে তিনি জানান, সবই ভুয়ো প্রচার। আমি কোনও ইস্তফা দিইনি। আমার যদি ইস্তফা দেওয়ার হয়, তাহলে দলের কাছেই দেব।

যে চিঠিটা ছড়িয়েছে, সেটা একেবারেই ভিত্তিহীন। চিঠিতে আমার কোনও সই নেই, স্ট্যাম্প নেই। সেটা কি হতে পারে! এটা একটা ভুয়ো প্রচার। দলেই থাকছি। বাঁকুড়ায় দলীয় প্রার্থীর প্রচারেও যাব। দিদি যে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব যথাযথ পালন করব।

FREE ACCESS

Related Articles