রাজনীতি

বছরের শেষ দিনে ফের বিস্ফোরক অনুপম হাজরা

Anupam Hazra

The Truth of Bengal: বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত হওয়ার পর বারবার অনুপম হাজরা সোশ্যাল সাইটে বিস্ফোরক পোস্ট। বছরের শেষ দিনে এসেও অনুপম হাজরা আবারো বোমা ফাটালেন।

৩১ ডিসেম্বর, অনুপম হাজরা তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, “অন্যের বাড়িতে চোর দেখলে গলা ফাটিয়ে এমন ভাবে চিৎকার করুন যে লোকজন যেন ধারণাও করতে না পারে আপনি নিজের বাড়িতেও বেশ কিছু চোর পুষে রেখেছেন।”

এই পোস্টটি প্রকাশ্যে আসার পরই তুমুল বিতর্ক শুরু হয়। অনেকেই অনুপম হাজরার এই পোস্টকে বিজেপির সমালোচনা হিসেবে দেখছেন। আবার অনেকে বলছেন, অনুপম হাজরা নিজের দলের বিরুদ্ধেই মুখ খুলছেন।

অনুপম হাজরার এই পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন। কেউ কেউ তাকে বিজেপি থেকে বহিষ্কারের দাবি করেছেন। আবার কেউ কেউ তার এই পোস্টকে স্বাগত জানিয়েছেন। এদিকে, অনুপম হাজরার এই পোস্টের বিষয়ে বিজেপির রাজ্য কমিটির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles