রাজনীতি

“হিন্দু রাষ্ট্র গড়ার প্রচেষ্টা রোখা গেছে”, বিস্ফোরক নোবেলজয়ী অমর্ত্য সেন

Efforts to build Hindu Rashtra thwarted, explosive Nobel laureate Armatya Sen

The Truth Of Bengal : জাতীয় রাজনীতি নিয়ে প্রায়শই তিনি মন্তব্য করেন। দেশও দেশের পরিস্থিতি মূল্যায়ন করে জাতিকে নতুন দিশাদানের চেষ্টা করেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন এবার তৃতীয় মোদি সরকারের ক্ষমতা লাভের প্রসঙ্গে তাত্পর্যপূর্ণ মন্তব্য করলেন।শনিবার শান্তিনিকেতনে অর্মত্য সেন জানান,  এই লোকসভা নির্বাচনে দেশের মানুষ বিজেপির হিন্দুরাষ্ট্র গড়ার ভাবনাকে প্রত্যাখান করেছে।হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো গেছে। তিনি বোঝানোর চেষ্টা করেন,মোদি সরকার উগ্র হিন্দুত্বের আদর্শ প্রচার করে জাতীয় স্তরের ঐক্য,সংহতিকে বিঘ্নিত করতে চায়। প্রতীচী ট্রাস্টের এক আলোচনাচক্রে নোবেলজয়ী স্পষ্ট করেন,বর্তমান সরকারের আমলে বিদ্বেষের বাতাবরণ এতটাই প্রসার লাভ করে যা স্কুল স্তরে পৌঁছে যায়। পড়ুয়াদের মনে দাগ কাটতে থাকে। তাই দেশের ঐক্যের আবহ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন শিক্ষাবন্ধু এই কর্মসূচিতে।

বরাবরই অর্মত্য সেন, ধর্মীয় উগ্রপন্থা বা অসহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খুলেছেন।বিভাজনকামী ভাবনার বিরুদ্ধে জনমত তৈরি করতে এগিয়ে আসেন।তার মাঝে শান্তিনিকেতনের জমির প্রসঙ্গ তুলে বিজেপির মদতে প্রাক্তন উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী তাঁকে চাপে ফেলতে চান। সেসময় নাগরিক সমাজের সদস্যদের মতোই অর্মত্য সেনের পাশে দাঁড়ান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন,জাতীয় ঐক্যের পক্ষে মুখ খোলা অর্মত্য সেনকে হেনস্থা করার চেষ্টা হলে বাংলার মানুষ তা মেনে নেবে না। পরবর্তী সময়ে বাংলার মানুষের চাপে বিজেপির একাংশ পিছু হঠতে বাধ্য হয়। কিন্তু নীতির প্রশ্নে অর্মত্য সেন কোনওমতেই তাঁর অবস্থান থেকে যে সরে আসতে রাজি নন তা  ভোট মিটতেই  স্পষ্ট করলেন বোলপুরের ভূমিপুত্র। ধর্মনিরপেক্ষ কাঠামোকে বদল করে হিন্দুরাষ্ট্র তৈরি করার বিরুদ্ধে তিনি যেমন মুখর হয়েছেন তেমনই আবার, ভারতীয় ন্যায় সংহিতা নিয়েও বিজেপির সমালোচনা করেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

তাঁর দাবি, ন্যায় সংহিতা নিয়ে কোনও সিদ্ধান্ত কার্যকর করার আগে বিজেপি সরকারের আরও আলোচনা করা উচিত ছিল।কিন্তু ব্রিটিশ আমলের আইনে বদল আনতে কেন্দ্রীয় সরকার তা একেবারেই করেনি বলে কটাক্ষ করেন বিশিষ্ট অর্থনীতিবিদ।সবমিলিয়ে মন্দির রাজনীতি থেকে রুটি-রুজিও বেকারত্বের সমস্যায় দীর্ণ ভারতের এই দুরাবস্থার জন্য কেন্দ্রকে একহাত নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন।মৃদু ভাষায় মোদি সরকারের ভ্রান্ত নীতি নিয়ে মানুষকে সজাগ থাকার কথা প্রকারন্তরে বুঝিয়ে দিয়েছেন তিনি।