
The Truth of Bengal:শেষ হল সপ্তম দফা দুয়ারে সরকার কর্মসূচি। এই দফায় মোট ৩৫টি প্রকল্পে সরকারি প্রকল্পে পরিষেবা প্রদান করা হয়েছে। তার মধ্যে ১২টি প্রকল্পে আবেদনকারী ১০০ শতাংশ মানুষ পরিষেবা পেয়েছেন। প্রশাসনের তরফে জানা হয়েছে, ঐক্যশ্রী, কন্যাশ্রী, খাদ্যসাথী, রূপশ্রীর মতো ১২টি প্রকল্পে যারা যারা আবেদন করেছিলেন, তাঁদের সবাইকে পরিষেবা দেওয়া হয়েছে দুয়ারে সরকার শিবির থেকে। গত ১ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছিল এই দুয়ারে সরকারি কর্মসূচি। ১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হয়।
১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলে পরিষেবা প্রদান। সপ্তম পর্যায়ের এই কর্মসূচিতে এবার নতুন চারটি পরিষেবা যুক্ত করা হয়। বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তিকরণ, উদ্যম পোর্টাল অর্থাৎ ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্পের নথিভুক্তিকরণ, হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের তালিকা তৈরি করার কাজ হয় শিবিরগুলিতে।রাজ্যবাসীর কাছে সরকারি পরিষেবা আরও বেশি করে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু হয়েছে গত তিন বছর আগে। প্রতি বছর দু’বার করে শিবির হয় আয়োজন করা হয়। সপ্তম পর্যায়ে মোট ১ লক্ষ শিবির হয় রাজ্যে। যার মধ্যে ৩৬ শতাংশ ছিল ভ্রাম্যমাণ শিবির।
আগে যে পরিষেবা পেতে মানুষের কালঘাম ছুটে যেত, বাড়ির সামনেই অল্প সময়ের মধ্যেই সেই পরিষেবা পেয়ে যাচ্ছে রাজ্যবাসী। এতে সময় যেমন বাঁচছে, তেমনই অর্থ ব্যয়ও কমছে। জনগণের সুবিধার্থে বিভিন্ন প্রকল্পের কাজ একত্রিত করে উপহার দিচ্ছে রাজ্য সরকার। অসুস্থ যে সব মানুষ দুয়ারে শিবিরে আসতে পারছেন না, তাদের বাড়ি পৌঁছে গিয়ে পরিষেবা দিয়ে আসছেন সরকারি আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার শিবিরকে আজ ধন্য ধন্য করছে রাজ্যবাসী।
Free Access