রাজনীতি

উপনির্বাচনে ভরাডুবির পর সংগঠনে পরিবর্তনের ডাক দিলীপের

Dilip calls for changes in organization after by-election debacle

Truth of Bengal: বাংলায় বিজেপি আরও কোণঠাসা হল।ভোঁতা হল মেরুকরণের  অস্ত্র।ভরাডুবির পরই নাম না করে সুকান্ত গোষ্ঠীকে বিঁধলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের ব্রক্ষ্মাস্ত্র, সংগঠনে এবার পরিবর্তন আনা দরকার। দলের কাজের পদ্ধতি পাল্টানো দরকার। একইসঙ্গে তিনি বর্তমান রাজ্য নেতাদের মনে করিয়ে দিয়েছেন,মেদিনীপুরে ধস নেমেছে এই অসময়ে।

আগে তিনিই লিড দিয়েছিলেন। লোকসভা থেকে উপ-নির্বাচন কোনও কিছুতেই বিজেপি ভালো ফল করতে না পারায় দিলীপ ঘোষ আক্ষেপ প্রকাশও করেছেন। বিজেপির গড় বলে পরিচিত মাদারিহাটে গেরুয়া ফিকে হওয়ায় তিনি বলেন, একটাই জেতা আসন ছিল মাদারিহাট। সেখানে  লড়াইটা হবে  আশা করেছিলাম। সেখানেও অনেক ভোটে হেরেছি। আসলে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার সহ রাজ্য নেতাদের যে ২০১৯-এর জয়ের কথা মনে করিয়ে দিতে চেয়েছেন তা মোটের ওপর পরিস্কার।

উত্তরবঙ্গে এবার বিজেপি জোর ধাক্কা খেয়েছে। মাদারিহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ২৬হাজারের বেশি ভোটে জয়জয়কার হয়েছে।চা বলয়ে গুরুত্ব হারিয়েছে বিরোধী শিবির। সিতাই কেন্দ্রে ২০২১ সালে তৃণমূলের জগদীশচন্দ্র বসুনিয়ার জয়ের ব্যবধান ছিল ১০ হাজারের সামান্য বেশি। লোকসভায় সেই জগদীশই জিতেছেন। সেই নির্বাচনে সিতাই থেকে তিনি প্রায় ২৯ হাজার ভোটে এগিয়েছিলেন। আর উপনির্বাচনে তৃণমূলের সঙ্গীতা রায় জিতেছেন ১ লক্ষ ৩০ হাজার ভোটে।এবার ভোটের শতাংশও বেশ কমে গেছে বিজেপির।

Related Articles