রাজনীতি

চেয়ারম্যান ধনকড়ের সঙ্গে বচসা, রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক

Derek suspended in Rajya Sabha

The Truth of Bengal: সংশোধনের ২২ বছর বর্ষপূর্তির দিন আবারো সংসদে নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। রাজ্যসভার অধিবেশন শুরু হতে সংসদের বুধবারের ঘটনা নিয়ে আলোচনার দাবি জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রাইন। তৃণমূল সহ বিরোধী দলের সংসদরা দাবী জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে সংসদে নিরাপত্তা লঙ্গনের বিষয় বিবৃতি দিতে হবে। এরপরই চেয়ারম্যান জগদীপ ধনকরের  সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ডেরেক। রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় ডেরেক কে।

এর আগে, সংসদের বাদল অধিবেশনে সাসপেন্ড করা হয়েছিল ডেরেককে।অবাধ্য আচরণের জন্যই রাজ্যসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় হয়েছে তৃণমূল সংসদকে বলে জানান চেয়ারম্যান জগদীপ ধনকর। এই নির্দেশের পরই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভার পরিস্থিতি। বিরোধী শিবিরের সাংসদরা প্রতিবাদ জানাতে শুরু করেন। মুলতবি হয়ে যায় অধিবেশন।

সংসদের বাইরে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন ও কাকলি ঘোষ দস্তিদার। সঠিক তদন্তের দাবি জানান তারা। রেইকি করে সংসদের হামলা বলে দাবি করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন।বুধবারের ঘটনার পর সাসপেন্ড করা হয়েছে সংসদের ৮ নিরাপত্তা রক্ষীকে। বাড়ানো হয়েছে নিরাপত্তা বলয়। কিন্তু সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কোনো বিবৃতি দেয়নি। যা জানিয়ে সরব বিরোধী সাংসদরা।

Related Articles