তৃণমূল নেতা ও সরকারি আধিকারিকদের বাড়িতে চুরির পরামর্শ কংগ্রেস নেতার, দেখুন ভিডিয়ো
Congress leader advises Trinamool leaders and government officials to steal houses, watch video

The Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই ফুটপাত দখলমুক্ত করতে তৎপর হতে দেখা গিয়েছে পুলিশ, প্রশাসন এবং পুরসভাকে। আর তারপর থেকে শুরু হয়েছে নানান রাজনৈতিক চাপানউতর। বিশেষ করে বিরোধী দলগুলি আরও বেশি করে সরব হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় অভিযানও শুরু হয়ে গিয়েছে। সেই অনুযায়ী মঙ্গলবার বোলপুরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল হকার উচ্ছেদ অভিযান। কিন্তু বিক্ষোভ শুরুর পর বোলপুর মহকুমা শাসকের দফতরের সামনে কংগ্রেসের তরফে একটি প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়। সেই বিক্ষোভ কর্মসূচিতে কংগ্রেস জেলা সভাপতি মিল্টন রশিদের কয়েকটি বক্তব্যকে ঘিরে তৈরি হয় তুমুল বিতর্ক। তিনি বেকারদের উদ্দেশ্যে নানান পরামর্শ দিয়েছেন।
কী সেই পরামর্শ?ঠিক কি বলেছেন কংগ্রেস নেতা?
এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে কংগ্রেস নেতা বলেন, যেভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে তাতে আগামী দিনে আরও বেকারদের সংখ্যা বাড়বে। আর যেহেতু রাজ্যে চাকরি নেই তাই বেকারদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে চুরি করতে হবে। এরপর তিনি হকারদের উদ্দেশ্যে জানান, যদি চুরি করতেই হয় তাহলে আপনারা তৃণমূলের কাউন্সিলর, প্রধান, সদস্যদের বাড়ি, মহকুমা শাসক ও আইসির বাড়িতে চুরি করুন। দলের একজন কর্মকর্তা হয়ে অপর দলের বিরুদ্ধে এরুপ মন্তব্য করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান তরজা। এরপর মিল্টন পরে সাংবাদিদের মুখোমুখি হয়ে জানান, যে সমস্ত হকারদের উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তাছাড়া শাসক দলের যে সমস্ত নেতা কর্মীরা সরকারের জায়গা দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদিনের কমসুচিতে উপস্থিত ছিলেন মহাকুমা কংগ্রেস সভাপতি তপন সাহা, শহর সভাপতি কিঙ্কর সাহা প্রমুখ।
এদিকে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে চুরি নিয়ে কংগ্রেস নেতা এরুপ কটাক্ষ করায় চরম নিন্দার শিকার হয়েছে তৃণমূল কংগ্রেস। এর পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতৃত্বদের বক্তব্য, হকার উচ্ছেদের সাথে বেকারত্ব বাড়ার কোনও সম্পর্ক নেই। তাছাড়া যেভাবে কংগ্রেস নেতা জন প্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের বাড়িতে চুরির নিদান দিচ্ছেন তা একেবারে ঠিক নয়। এটা সম্পূর্ণ ভুল বার্তা। এরপর তৃণমূল নেতাদের বক্তব্য, সরকারি জমি দখল করে যেই থাকুক না কেন কড়া ব্যবস্থা নেওয়া হবে।